সোমালিয়া ওয়েব নিউজ: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের ফাঁদে পেতে মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। ফেসবুকে বন্ধুত্বের প্রস্তাব থেকে ঘনিষ্ঠতা। এরপর সেখান থেকেই ধর্ষণের ঘটনা। এমনই এক ঘটনায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মরত এক অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, লেকটাউনের এক চিকিৎসক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত আইটি কর্মীর। সোশ্যাল মিডিয়া বন্ধুত্ব গভীর হলে দু’জনের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হয়। এরপরই ওই যুবক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। লেকটাউন থানায় এমনই অভিযোগ জানান ওই মহিলা চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। এরপর চলে জিজ্ঞাসাবাদও।এদিকে নির্যাতিতার বক্তব্য, তাঁর সঙ্গে ফেসবুকেই পরিচয় হয়। প্রথমে বেশ কয়েকদিন কথা বলার পর প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমরা দেখাও করি। কয়েকদিন দেখা করার পর দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তারপর থেকে আর হঠাই কথা বলা বন্ধ করে দেয়। আমার ফোন ধরাও বন্ধ করে দেয়।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা