সোমালিয়ায় সংবাদ, ডানকুনি: দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে, কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন ও শ্রমবিল বাতিলের দাবিতে, বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে, ভয়ঙ্কর বেকারী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, তৃনমুল-বিজেপি’র অশুভ আঁতাত ধ্বংস করতে ও আগামী ২৮শে ফেব্রুয়ারি’র ব্রিগেড সমাবেশকে সফল করতে CPIM ডানকুনি এরিয়া কমিটি, চণ্ডিতলা ১ ও ২ নং এরিয়া কমিটি এবং ডানকুনি শহর জাতীয় কংগ্রেস, চন্ডিতলা ১ ও ২ নং জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে শনিবার সকালে ডানকুনি থেকে কৃষ্ণরামপুর পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। মোট ৯ কিলোমিটার পথ জুড়ে এই মিছিল হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন CPIM পলিট ব্যুরোর অন্যতম সদস্য মহম্মদ সেলিম, CPIM হুগলী জেলার সম্পাদক তথা CPIM রাজ্য কমিটির অন্যতম সদস্য দেবব্রত ঘোষ, CPIM হুগলী জেলা কমিটির অন্যতম সদস্য ভক্তরাম পান, অভিজিৎ অধিকারী ও শ্রুতিনাথ প্রহরাজ, CPIM ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মানিক সরকার, CPIM চন্ডিতলা ১ ও ২ নং এরিয়া কমিটির সম্পাদক স্বপন বটব্যাল ও জগন্নাথ ঘোষ এবং কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান, জাতীয় কংগ্রেস হুগলী জেলা সংখ্যালঘু সেলের চেয়ারপার্সন আবু আব্বাসউদ্দীন, জাতীয় কংগ্রেসের হুগলী জেলার সভাপতি সঞ্জয় চ্যাটার্জী সহ CPIM ও জাতীয় কংগ্রেসের অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং অসংখ্য ও সমর্থকবৃন্দ৷
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক