October 5, 2025

আরামবাগ তৃণমূলের ঐক্যবদ্ধ চেহারা, কিন্তু স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলের

সোমালিয়া সংবাদ, আরামবাগ: দীর্ঘদিন পর আরামবাগ তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ চেহারা দেখা গেল শনিবার বিকেলে। এদিন আরামবাগ ব্লক ও আরামবাগ শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরামবাগ শহরে এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি পল্লীশ্রী মোড় থেকে শুরু হয়ে আরামবাগ বাসস্ট্যান্ড, পুরাতন বাজার হয়ে বিবেকানন্দ  মোড়ে পৌঁছায়। এই মিছিলে এদিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর নেতাদেরকে একসঙ্গে পা মেলাতে দেখা যায়। ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পলাশ রায়, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নন্দী। ছিলেন যুবনেতা রাজেশ চৌধুরী ছাড়াও ছিলেন শেখ বেলাল, ভোলানাথ ঘোষ, অনিতা চ্যাটার্জি প্রমূখ। এ প্রসঙ্গে উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই দেখা গেছে মাদার তৃণমূল কংগ্রেস কোন কর্মসূচি গ্রহণ করলে যুব তৃণমূল নেতাদের সেখানে দেখা যেত না। তখন মাদার তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন স্বপন নন্দী, আর যুব তৃনমূলের ব্লক সভাপতি ছিলেন পলাশ রায়। বর্তমানে মাদার তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন সেই পলাশ রায়। অন্যদিকে আরামবাগ শহর তৃণমূল সভাপতি হয়েছেন স্বপন নন্দী। এছাড়াও স্বপন নন্দীর কোনো কর্মসূচিতে পলাশ রায়-রাজেশ চৌধুরীদের খুব কমই দেখা যেত। একইভাবে উল্টোটাও ঘটত। অর্থাৎ রাজেশ চৌধুরি-পলাশ রায়দের কর্মসূচিতে স্বপন নন্দীকে অনুপস্থিত থাকতে দেখা যেত। তাঁদেরকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁরা কখনোই নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথা স্বীকার করেননি। কিন্তু তাঁরা কিছু না বললেও তাঁদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব তা কারও অজানা ছিল না।  দীর্ঘদিন পর এদিন আরামবাগ শহরে দেখা গেল একই মিছিলে সবাই হাঁটছেন। কিন্তু এই ঐক্যের চেহারা কতদিন দেখা যাবে তা নিয়ে রাজনৈতিক মহল থেকেই প্রশ্ন দেখা দিয়েছে। তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকরা অবশ্য চান, অন্তত আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ঐক্য বজায় থাকুক। তাহলে হয়তো শক্তিশালী বিরোধী দল বিজেপিকে একটা লড়াই দেওয়া যাবে। নাহলে এবারের বিধানসভা নির্বাচনে আরামবাগে তৃণমূল ধরাশায়ী হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এখন দেখার সত্যিই এই ঐক্য আগামী দিনেও থাকে, নাকি আবার সেই অন্তর্দ্বন্দ্ব ফিরে আসে।

Loading