সোমালিয়া সংবাদ, গোঘাট: মাঝেমাঝেই মাটি খোঁড়াখুঁড়ির সময় প্রাচীন দেবদেবীর মূর্তি উদ্ধারের ঘটনা ঘটে। কখনও সেই সমস্ত মূর্তি দীর্ঘদিনের পুরানো হয়ে থাকে। যার প্রত্নতাত্ত্বিক মূল্যও কম গুরুত্বপূর্ণ নয়। কিছুদিন আগে খানাকুলের একটি মাঠে মাটি কাটার সময় এরকমই এক মূর্তি উদ্ধার হয়েছিল। শনিবার কামারপুকুরের শ্রীপুর হাটতলার কাছে আবারও এক প্রাচীন মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হাটতলা এলাকার বড় পুকুরে একশ দিনের প্রকল্পে সংস্কারের কাজ চলছে। ওই পুকুরের মাটি খোঁড়ার সময় হঠাৎই একটি মূর্তি বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে এলাকায় তা জানাজানি হয়। বহুলোক ঘটনাস্থলে হাজির হন। পরিষ্কার করে দেখা যায় সেটি সম্ভবত রাবণ রাজার মূর্তি। স্থানীয় মানুষজন ওই মূর্তিটিকে নিয়ে এসে একটি মন্দিরের প্রতিষ্ঠা করেন। সেখানে পূজা-অর্চনাও শুরু হয়েছে। এলাকার মানুষ ওই মূর্তি দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন । পুষ্পরানি লাহা নামে এক মহিলা জানালেন, এরকম মূর্তি সাধারণত দেখা যায় না। প্রাচীন মন্দিরে এরকম মূর্তি তিনি দেখেছেন। তাই এই মূর্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁর মনে হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি