October 5, 2025

তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির

সোমালিয়া সংবাদ, খানাকুল:  মাত্র কয়েকদিন আগেই খানাকুলের বালিপুরে  বিভিন্ন পাড়ায় বোমাবাজির অভিযোগ উঠেছিল  বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  ওই ঘটনার প্রতিবাদে  তৃণমূলের পক্ষ থেকে  এলাকায় পথ অবরোধ করা হয়েছিল। সেই ঘটনায় পুলিশ  এক বিজেপি কর্মী গ্রেপ্তারও করে। আর তার রেশ কাটতে না কাটতেই আবারও তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে এবার ঘটনাটি ঘটেছে খানাকুল-১ নম্বর ব্লকের রামমোহন-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কায়বা গ্রামে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা প্রশান্ত হাজরা জানান, এদিন রাতে তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। বোমার শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এরপর শনিবার সকালে তৃণমূল কর্মী- সমর্থকরা দেখেন বাড়ির আশেপাশে বোমার টুকরো টুকরো অংশ পড়ে রয়েছে। এই ঘটনায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। তারা বিষয়টির প্রাথমিক তদন্ত শুরু করে। এই ঘটনায়  তৃণমূল কর্মী ইন্দ্রজিৎ ঘোষ খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসাতে তাদের দলের নামে দায় চাপানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন কর্মী যুক্ত নয়।

Loading