October 6, 2025

মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে তিনি যেন এখনই হেরে গেছেন: বিজেপি সাংসদ লকেট চ‍্যাটার্জি

সোমালিয়া সংবাদ, সিঙ্গুর: শুক্রবার সিঙ্গুরে কৃষকদের সঙ্গে সহভোজ কর্মসূচিতে দিতে এসে  রাজ্য সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে  তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গুজরাটের  শিক্ষকদের পেনশন না পাওয়া এবং শ্রমিকদের মজুরি কম নিয়ে ব্রাত‍্য বসুর বক্ত‍্যবের পরিপ্রেক্ষিতে সাংসদ লকেট চট্টোপাধ‍্যায় বলেন, আগে  ওনার বাংলার কথা ভাবা উচিত। যে বাংলার বিধায়ক হয়েছেন তার কথা ভাবুন। করোনা না হলে বোঝা যেত না বাংলার বাইরে ৫০ লক্ষ‍ মানুষ কাজ করেন। শিক্ষার মডেল তো ছেড়েই দিন, এতটাই শিক্ষাব‍্যবস্থা ধসে পড়েছে যে প‍্যারাটিচাররা দীর্ঘদিন আন্দোলন করছে, সেট এরা  দেখে না। টেট পরীক্ষায় দুর্নীতি চলছে, ভর্তিতে দুর্নীতি চলছে। এই বাংলার সরকার আগামী দিনের ভবিষ‍্যতকে নষ্ট করে দিচ্ছে।মুখ‍্যমন্ত্রীর চ‍্যালেঞ্জ জানিয়েছে আগে তার ভাইপোর সাথে লড়ুক, এ বিষয়ে পাল্টা লকেটের বক্ত‍ব‍্য, ভোট এলেই তিনি এ ধরনের কথা বলেন। উনি বুঝে গেছেন যে আগামী দিনে আর তৃনমুল ক্ষমতায় আসবেন না। ভাইপোর কোন ক্ষমতা নেই। সোনার চামচ মুখে দিয়ে দেওয়া হয়েছে।। যতদিন পিসি আছে ততদিন ভাইপো থাকবে। যেদিন পিসি থাকবে না সেদিন ভাইপোও  থাকবে না। সরস্বতী মন্ত্র উচ্চারন নিয়ে মুখ‍্যমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি লকেট। তিনি বলেন,  একজন মুখ‍্যমন্ত্রীর মুখে এই শব্দ মানায় না।  সরস্বতীর মন্ত্র স্টেজে পাঠ করে দেখাতে হবে না আমার কতটা জানি । সেটা আমাদের হৃদয়ে আছে। তাছাড়া যেটা পাঠ করছেন সেটাও ভুল বলছেন। বাংলার মানুষকে একটা হাস‍্যকর জায়গায় নিয়ে গেছেন। যেটা উনি জানেন না সেটা নিয়ে চ‍্যালেঞ্জ জানাবার কিছু নেই। আমার সবাই গায়ত্রী মন্ত্র জানি, সরস্বতী মন্ত্র জানি, কিন্তু আমরা দেখাতে যাই না। এদিন লকেট বলেন, বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে তিনি যেন এখনই হেরে গেছেন।

Loading