সোমালিয়া সংবাদ, ধনিয়াখালি: মঙ্গলবার ধনিয়াখালির শিবাইচন্ডীতে তৃণমূলের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বামীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আবেগঘন প্রসঙ্গ উত্থাপন করলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুজাতা খাঁ। উল্লেখ্য, কিছুদিন আগে তিনি আচমকা দল ছেড়ে বিজেপিতে যোগদান করায় স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তাঁকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেন। এদিন সেই প্রসঙ্গ তুলে মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মী-সমর্থকদের সামনে সুজাতা দেবী বলেন, আমি আজও সংসার করতে চাই। তাই আমি ডিভোর্স দিইনি। এ প্রসঙ্গে তিনি বিজেপির তিন তালাক বিল আনার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, বিজেপি তিন তালাক আনাতে আমি খুশি হয়েছিলাম। কারণ তাতে বহু মেয়ে উপকৃত হয়েছে। কিন্তু আজকে সেই বিজেপি সাংসদ, আমি তৃণমূলে যোগ দিয়েছি বলে টিভির সামনে আমাকে তালাক দিয়ে দিল। আমি এখনও চাই না সংসার ভাঙতে। তাই এখনও আমি মাথায় সিঁদুর পরে, হাতে লোহা পরে এসেছি। অথচ সাত দিন পেরিয়ে গেলেও এখনও তার তরফে সংসার করার কোনও ইতিবাচক উত্তর পেলাম না। তার মানে বিজেপি মুখে যা বলে তা কাজে করে না।

![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা