October 5, 2025

পাকিস্তানে একটা ডিমের দাম ৩০টাকা, আদা ১০০০ টাকা কেজি

সোমালিয়া সংবাদ, ইসলামাবাদ: লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এর ফলে সংকটে পড়েছে দেশের মানুষ। যেকোনো জিনিস কিনতে গিয়েই থমকে দাঁড়াতে হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনাহারে থাকতে হচ্ছে বহু মানুষকে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি পাকিস্তানের। ইমরান খান  সরকার যতই আশ্বাস দিক এই পরিস্থিতি থেকে মানুষ আপাতত মুক্তির কোনো পথ দেখছেন না। পাকিস্তানি সংবাদপত্র সূত্রে জানা গেছে, বর্তমানে এক কেজি আদার দাম ১০০০ টাকা, গম ৬০ টাকা কেজি। পাকিস্তানের ইতিহাসে যা সর্বকালের রেকর্ড। এছাড়া এই শীতে দেশের মানুষ প্রচুর পরিমাণে ডিম ব্যবহার করে থাকেন। কিন্তু এবার একটা ডিমের দাম উঠেছে ৩০ টাকা। চিনি পৌঁছেছে ১০৪ টাকা কেজিতে। করোনার আক্রমণের থেকেও ভয়াবহ অবস্থা দেশের মুদ্রাস্ফীতি। এদিকে ঠান্ডা জাঁকিয়ে বসেছে।  কিভাবে পরিস্থিতি সামাল দেবে তা নিয়ে হিমশিম খেতে হচ্ছে ইমরান সরকারকে। পাকিস্তানিদের মতে, এই পরিস্থিতি দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। কোনদিন তারা ভাবতে পারেনি এই অবস্থার সম্মুখীন হতে হবে। একসময় উদ্বৃত্ত পেঁয়াজ অন্যদেশে রপ্তানি করতো পাকিস্তান। এখন অবস্থা সম্পূর্ণ বিপরীত। পেঁয়াজের দাম কমানোর জন্য অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। পাশাপাশি ভাবাচ্ছে গ্যাসের দাম নিয়েও। নতুন বছরে রান্নার গ্যাসের দাম মুখ থুবড়ে পড়তে পারে বলে এখন থেকেই আশঙ্কা প্রকাশ করেছে সেদেশের সমীক্ষক দল। পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে ইমরান সরকারকে অবস্থা সামাল দিতে  নিয়মিত বৈঠকে বসতে হচ্ছে।

Loading