সোমালিয়া সংবাদ, আটলান্টা: ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে জীবজগৎ। বিশাল আকার হিমশৈলের প্রভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে লক্ষ লক্ষ প্রাণ। বিজ্ঞানীরা এমনটাই আশঙ্কা করছেন। ঘটনাটি দক্ষিণ জর্জিয়ার। জানা গেছে, দৈত্যকায় এই হিমশৈলের নাম A68a। ২০১৭ সালের জুলাই মাসে এটি আন্টার্কটিকার বৃহত্তম হিমশৈল লারসেন-সি থেকে ভেঙে যায়। তারপর থেকে সেটি বিভিন্ন সাগরে ঘুরে বেড়াচ্ছে। প্রথমদিকে এর আয়তন ছিল ৫৬৬৪ বর্গ কিলোমিটার। এখন গলতে গলতে ২৬০৬ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। কিন্তু বিপদের আশঙ্কা তাতে এতটুকুও কমেনি। বর্তমানে এই হিমশৈলটি দক্ষিণ জর্জিয়া দ্বীপের দিকে এগিয়ে চলেছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে তাকে নজরে রাখা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, এই দক্ষিণ জর্জিয়া দ্বীপে বসবাস পেঙ্গুইন ও সীলের। প্রায় কুড়ি লক্ষ পেঙ্গুইন এখানে বসবাস করে। এই মরসুমে লক্ষ লক্ষ পেঙ্গুইন এবং সীলগুলি সমুদ্রের জল থেকে খাবার সংগ্রহ করে। কিন্তু বিশাল এলাকা ওই হিমশৈলের দখলে চলে গেলে সেই খাবার থেকে বঞ্চিত হবে পেঙ্গুইন ও সীলের দল। ফলে অনাহারে মৃত্যু ঘটবে লক্ষ লক্ষ প্রাণের। শেষ হয়ে যেতে পারে দক্ষিণ জর্জিয়ার সমস্ত প্রাণী। নতুন করে প্রজনন দেওয়ার পরিস্থিতি আর থাকবে না। পাশাপাশি বিজ্ঞানীরা আশার আলোও দেখিয়েছেন। ওই উপকূলে মাঝে মাঝেই ঝড়ঝঞ্ঝা দেখা দেয়। আর তা যদি এই মুহূর্তে সৃষ্টি হয় তাহলে হিমশৈলের গতিপথ বদলে যেতে পারে। সেক্ষেত্রে রক্ষা পেতে পারে দক্ষিণ জর্জিয়ার প্রাণীকুল।
More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য