October 5, 2025

পর্যটকদের জন্য পুরীর মন্দিরের দরজা খুলছে ৩ জানুয়ারি

‌সোমালিয়া সংবাদ, পুরী:‌ দীর্ঘ ন’মাস পর রবিবার ৩ জানুয়ারি পর্যটকদের জন্য আবার খুলে যাচ্ছে পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা। যদিও আগেই ২৩ ডিসেম্বর থেকে তিনদিন কেবল পান্ডাদের মাধ্যমেই পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও ২৬ ডিসেম্বর থেকে পুরীর স্থানীয় বাসিন্দারা মন্দিরে প্রবেশ করে জগন্নাথদেব দর্শনের সুযোগ পেয়েছেন। দর্শনার্থীদের যথাযথ কোভিড সুরক্ষা গ্রহণ ও সরকারি বিধিনিষেধ মেনে ভক্তদেরকে প্রবেশ করতে হবে বলে জানালেন মন্দিরের নিরাপত্তা দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিক। রাজ্যের বাইরের বাসিন্দাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোভিড সুরক্ষা বিধি মানার পাশাপাশি কোভিড মুক্ত সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে বলে জানালেন মন্দিরের এক পান্ডা ভগবান প্রতিহারী। দীর্ঘদিন পর মন্দিরের দরজা খুলে দেওয়ায় খুশি পর্যটকরা। তাই পুলিশি নিরাপত্তা খুবই আঁটোসাঁটো করা হয়েছে। মন্দিরে যাওয়ার রাস্তার বিভিন্ন মোড়ে রয়েছে ব্যারিকেড করে পুলিশ চেকিংয়ের ব্যবস্থা। বহিরাগত যানবাহন মন্দিরের সামনে দিয়ে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা রঘুবীর জানা জানান, মন্দির বন্ধ থাকায় বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকা স্তব্ধ হয়ে গিয়েছিল। এখন সবাই আবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে রয়েছে।

Loading