October 5, 2025

বিয়ের বয়স না হলেও লিভটুগেদারে বাধা নেই প্রাপ্তবয়স্কদের

সোমালিয়া সংবাদ, চন্ডীগড়: আঠারো বছর বয়স হলে তরুণ-তরুণীরা প্রাপ্তবয়স্ক। কিন্তু মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ হলেও ছেলেদের বিয়ের জন্য ২১ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। তার আগে বিয়ে আইনের চোখে অপরাধ। কিন্তু ২১ বছর বয়স না হলেও লিভ টুগেদার করলে তা অপরাধ বলে গণ্য হবে না। এমনই রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালত। আঠারো বছর পার হলেই যেকোনো তরুণ-তরুণী লিভ টুগেদারের সম্পর্কে জড়াতে পারে। এতে আইনি কোন বাধা নেই। এমনকি এও বলা হয়েছে, তাদের নিজেদের মতো জীবনযাপন করার অধিকার রয়েছে। কারণ সমাজ কখনও ঠিক করে দিতে পারে না একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন কাটাবে। সংবিধান প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত করে। জীবনসঙ্গী বেছে নেওয়াটাও সেই স্বাধীনতার পর্যায়ভুক্ত। বাবা-মা কখনোই সন্তানকে কোন বিষয়ে জোর করতে পারেন না। এ প্রসঙ্গে উল্লেখ্য, ১৯ বছরের এক তরুণী এবং ২০ বছরের এক তরুণের সম্পর্কের বৈধতা নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায়দান প্রসঙ্গেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর ফলে বিয়ের বয়স হয়নি এমন প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

Loading