October 5, 2025

বিজেপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ পদে শুভেন্দু অধিকারী

সোমালিয়া সংবাদ, দিল্লি: জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিটেক্টর পদে বসতে চলেছেন সদ‍্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।  বিজেপির দলীয় সূত্রে জানা গেছে, ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের এই পদে নিয়ে আসা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও এক গুরুত্বপূর্ণ  প্রভাব ফেলবে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিজেপিতে যোগ দিয়েই এত তাড়াতাড়ি এত বড় একটি পদ পাওয়ায় শুভেন্দু অধিকারীর মনোবলও অনেক শক্তিশালী হবে। সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গজুড়ে তাঁর সাংগঠনিক দক্ষতা দেখার পরিধি অনেক বেশি প্রসারিত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এর আগেও অনেকেই তৃণমূল ও অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের মধ্যে মুকুল রায়ের মত শীর্ষনেতাও রয়েছেন। কিন্তু তাঁকেও গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল। এমনকি পদ না দেওয়ার জন্য মাঝে পুরনো তৃণমূলে ফিরে যাওয়ার কথাও শোনা গিয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সেই দীর্ঘসূত্রতা দেখা গেল না। হয়তো সামনেই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন বলেই তড়িঘড়ি তাঁকে এই পদে বসানো হল। আগামী দিনে বিজেপি যে বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করে তুলতে চেয়েছে শুভেন্দু অধিকারীর এই পদে বসাই তা আরও একবার প্রমান করে দিল। এখন দেখার এই পদ পাওয়ার পর শুভেন্দু কিভাবে বাংলার বুকে বিজেপিকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে পারে। পাশাপাশি আরও একটা প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক মহলে উঠে এসেছে। সেটি হল, শুভেন্দু অধিকারীর পদ পাওয়ার পর বিজেপির আদি নেতারা কতটা খুশি হবেন তা নিয়ে সংশয় রয়েছে। কারণ মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের টানাপোড়েন এখন আর কারও অজানা নয়। তাছাড়াও পদ হারিয়ে এমনিতেই অখুশি রয়েছেন রাহুল সিনহার মত বরিষ্ঠ নেতা। অন্যদিকে রাজ্যপালের দায়িত্ব পালন শেষ করে বড় কিছু পাওয়ার অপেক্ষায় রয়েছেন তথাগত রায়। তাই এখন দেখার শুভেন্দু অধিকারীর এই পদ পাওয়া  আগামী দিনে বঙ্গ বিজেপির কতটা সুবিধা করতে পারে। নাকি নতুন করে দলীয় কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে।

Loading