সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাতারাতি স্বাস্থ্য সাথী কার্ডের সুফল পেল দুর্ঘটনাগ্রস্ত এক যুবক। ওই যুবকের নাম রিয়াজউদ্দিন মন্ডল। বাড়ি আরামবাগের কড়ুই গ্রামে। তিনি মুম্বাইয়ের সোনার উপর কাজ করতেন কিন্তু লকডাউনের শুরু থেকে তিনি বাড়িতেই আছেন। বাবা অসুস্থ। ফলে উপার্জনও তেমন কিছু নেই। জানা গেছে, রিয়াজ স্বাস্থ্যসাথী কার্ড করানোর জন্য ৫ ডিসেম্বর আরামবাগের তিরোল অঞ্চলের গোলতা হাইস্কুল ক্যাম্পে ফরম ফিলাপ করেছিলেন। বৃহস্পতিবার ছিল ছবি তোলার তারিখ। তিনি যখন তিরোল পঞ্চায়েত অফিসে ছবি তুলতে যাচ্ছিলেন তখন দুর্ঘটনায় পড়েন। একটি টোটোর সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। তাঁর ডান পা ভেঙে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আর ছবি তুলতে পারেননি। খবর পেয়ে রাতেই সরকারি আধিকারিক ও কর্মীরা ওই হাসপাতালে গিয়ে তাঁর ছবি তুলে দেন। এমনকি সঙ্গে সঙ্গেই তাঁর হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়া হয়। শুক্রবার তাঁর পায়ের অপারেশন । এর জন্য খরচ হচ্ছে প্রায় ৪৬ হাজার ৮০০ টাকা। কিন্তু হাতে স্বাস্থ্যসাথী কার্ড থাকায় সম্পূর্ণ বিনা খরচে অপারেশনের সুবিধা পাচ্ছেন তিনি। এত তাড়াতাড়ি স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়ে অভিভূত রিয়াজউদ্দিনের পরিবার।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি