সোমালিয়া সংবাদ, আরামবাগ: পিকনিক স্পটে ডিজে বক্সের তাণ্ডব বন্ধ করল আরামবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর ফরেস্টে। নববর্ষ উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও বহু মানুষ বনভোজন করতে এসেছিলেন। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবারের সংখ্যাটা কয়েকগুণ বেশি ছিল। এর কারণ হল আরামবাগ মহকুমার সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র গড় মান্দারণ উৎসবের মরসুমে বন্ধ রাখা হয়েছে। তাই বেশিরভাগ বনভোজনকারী চাঁদুর ফরেস্টে ভিড় জমিয়েছিলেন। সেইসঙ্গে ছিল অসংখ্য ডিজে বক্স। এই ডিজে বক্সের দাপটে অন্যান্য বনভোজনকারীরা চরম সমস্যায় পড়েছিলেন। এছাড়াও আশেপাশের পাড়ার মানুষও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এই খবর পৌঁছয় আরামবাগ থানায়। এরপরই আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার বিশাল বাহিনী নিয়ে চাঁদুর ফরেস্টে হানা দেন। কয়েকজন উৎশৃংখল যুবককে আটক করা হয়। এছাড়াও কয়েকটি ডিজে মেশিন বাজেয়াপ্ত করা হয়। পুলিশের এই পদক্ষেপে খুশি বনভোজন করতে আসা অন্যান্য মানুষজন। তাঁদের বক্তব্য, এদিন পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে সুস্থভাবে বাড়ি ফেরা কঠিন হয়ে দাঁড়াতো। পুলিশের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য