December 1, 2025

কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে পালিত হল কল্পতরু উৎসব


সোমালিয়া সংবাদ, আরামবাগ:‌ কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে পালিত হল কল্পতরু উৎসব। মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, কাশীপুর উদ্যানবাটীতে কল্পতরু উৎসব বন্ধ থাকলেও কামারপুকুর মঠে এদিন উৎসব পালিত হয়েছে। কারণ এখানে করোনার দাপট কিছুটা কমেছে। তবে সমস্ত রকম সরকারি বিধি নিষেধ মেনে চলা হয়েছে। তবে অন্যান্য বছরের মতো এবছর ভক্ত সমাগম অনেক কম ছিল। কারণ করোনার বিধিনিষেধের জেরে এবারের উৎসবে একদিকে যেমন কোন আড়ম্বর ছিল না, তেমনি অন্যদিকে দর্শনের ক্ষেত্রে অনেক কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছিল। সরকারি করোনা বিধি মেনে এদিনের পুজো অর্চনা অনুষ্ঠিত হয়। ভক্তদের জন্য মঠের দরজা খোলা হলেও মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদেরকে ভিতরে প্রবেশ করতে হয়। এছাড়াও ছিল থার্মাল স্ক্রীনিংয়ের ব্যবস্থা। বসে বা ষষ্টাঙ্গে প্রণাম নিষিদ্ধ ছিল। ভোগপ্রসাদের আয়োজনও বন্ধ ছিল। তবে মঠের অনুষ্ঠান সরাসরি ইউটিউবের মাধ্যমে সম্প্রচার করা হয়। পাশাপাশি এবার মঠ সংলগ্ন অতিথি নিবাসগুলি পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।

Loading