সোমালিয়া সংবাদ, আরামবাগ: একদিনের ঝটিকা সফরে আরামবাগে এসেই আগামী বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা কেশবপ্রসাদ মৌর্য। শনিবার তিনি আরামবাগ সাংগঠনিক জেলার গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে যোগদান করতে আসেন। এদিন তিনি আরামবাগ গৌরহাটি অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে এলাকার মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন। তাঁদের অভাব অভিযোগ সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে রাখেন। আশ্বাস দেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত সমস্যার সমাধান করা হবে। কেন্দ্রের বিজেপি নেতাকে কাছে পেয়ে গ্রামের মানুষও তাঁদের মনের কথা খুলে বলেন। এদিন উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ ছাড়াও জেলা ও রাজ্য স্তরের অন্যান্য কার্যকর্তাগন। এদিন গৌরহাটিতে পৌঁছে প্রথমে শ্রীরামকৃষ্ণ মঠে যান। সেখানে শ্রীরামকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে প্রচারকার্য শুরু করেন। তাঁকে অভ্যর্থনা জানাতে এদিন বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রীতিমতো বাদ্যযন্ত্র সহকারে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এছাড়াও এদিন তিনি ওই এলাকায় আগামী বিধানসভা নির্বাচনের জন্য একটি দেওয়াল লিখনে হাত লাগান। এই কর্মসূচির আগে এদিন দুপুরে আরামবাগের একটি লজে তিনি সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে। এছাড়াও তিনি জানিয়ে দেন, বিজেপি জয়লাভের পর বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মাটির মানুষই হবেন।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা