October 6, 2025

ব্যর্থ প্রেমের প্রতিশোধ, প্রাক্তন প্রেমিকাকে ধারালো অস্ত্রের কোপ

সোমালিয়া ওয়েব নিউজ: ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে এক মহিলার শরীরে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারলেন প্রাক্তন প্রেমিক। আক্রান্ত মহিলাই অভিযুক্ত প্রাক্তন প্রেমিক রঞ্জিত সরকারের বিরুদ্ধে পুলিশে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।২০ বছর আগে পরিচয় হয় দু’জনের। তা প্রণয় পর্যন্তও গড়ালেও পরিণয় আর হয়ে ওঠেনি। অন্যত্র বিয়ে করে চলে গিয়েছিলেন প্রেমিকা। ২০ বছর পর সেই মেয়েকেই আবার সমাজমাধ্যমে খুঁজে পেলেন প্রাক্তন প্রেমিক। আবার কথা শুরু হয় দু’জনের। হোটেলে দেখাসাক্ষাৎও করেন। মদ খেতে খেতে পুরনো ঘটনা নিয়েই কথা বলছিলেন তাঁরা। সেই সময় আচমকাই ধারালো অস্ত্র দিয়ে প্রাক্তন প্রেমিকার শরীরে এলোপাথাড়ি কোপ!নদিয়ার একটি হোটেলে ঘটনাটি ঘটে। মধ্যবয়স্ক ওই মহিলার রক্তাক্ত দেহ হোটেলের ঘর থেকে উদ্ধার করেন হোটেলের কর্মীরা। তাঁরাই তাঁকে তড়িঘড়ি স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে।মহিলার বক্তব্য, মত্ত অবস্থায় ২০ বছর আগের কথা টেনে এনে তাঁর বিরুদ্ধে বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছিলেন রঞ্জিত। তার পরেই হঠাৎ চাকু দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। তাতে সংজ্ঞা হারান মহিলা।

Loading