সোমালিয়া ওয়েব নিউজ: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বিশ্ব কাঁপানো তারকা হয়ে উঠেছেন অরিজিৎ সিং। ভারতীয়দের মুখোমুখে অরিজিৎ সিং-এর নাম শুনতে পাওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও অরিজিৎ-এর ভক্তদের খুঁজে পেতে অভাব হয় না। তিনি এতটাই জনপ্রিয় একজন সংগীত শিল্পী যে তাকে কোন কনসার্টে গান গাওয়ার জন্য আনা হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয়।অরিজিৎ সিং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও তিনি একেবারেই সহজ-সরল একজন মানুষ হিসাবেই পরিচিত। কখনোই তাকে নিজের গান অথবা টাকা-পয়সা নিয়ে অহংকার করতে দেখা যায় না। উপরন্তু তিনি যেভাবে জীবন-যাপন করেন তা কোন সেলিব্রেটির কাছেই কাম্য নয়। তিনি সাধারণ মানুষের মতো বাজারঘাটে একটি স্কুটি নিয়ে যাতায়াত করে থাকেন। নিজের এলাকায় খুব প্রয়োজন না হলে গাড়ি ব্যবহার করেন না।এছাড়াও পোশাক-আশাক থেকে শুরু করে সবকিছুতেই একেবারেই সাধারণ একজন মানুষের মতো চলাফেরা করে থাকেন অরিজিৎ। আর এমন একজন শিল্পীকে দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয় কনসার্টগুলিতে। তবে এই অরিজিৎ সিং নিয়ে এবার একটি কনসার্টে গান গাওয়ার সময় হঠাৎ গান থামিয়ে নিজের মাইক ছুঁড়ে দিলেন দর্শকদের দিকে! কেন এমনটা করলেন?অরিজিৎ সিং গান করার সময় গান থামিয়ে স্টেজ থেকে দর্শকদের লক্ষ্য করে মাইক ছুঁড়ে দেবেন? তিনি যে মনের মানুষ তাতে এই বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য। সত্যিই অবিশ্বাস্য। কেননা মানুষের বিশ্বাস অরিজিৎ সিং কোনদিন ভাঙ্গেননি। এবার মাইক ছুড়েও অরিজিৎ সিং মানুষের বিশ্বাস ভাঙেন নি। কেননা মাইক ছোড়ার গল্প শুনলেই অধিকাংশ মানুষ মনে করেন, রেগে এমনটা করা হয়। কিন্তু অরিজিৎ এর ক্ষেত্রে অবশ্য কোন রাগ ছিল না। অর্থাৎ তিনি কিন্তু মোটেও রেগেমেগে দর্শকদের দিকে মাইক ছুঁড়ে দেননি।আসলে অরিজিৎ সিং যখন স্টেজে পারফরম্যান্স করছিলেন তখন তিনি তার সামনে থাকা দর্শকদেরও গান গাওয়ার সুযোগ করে দেন। সেই জন্যই নিজের গান থামিয়ে মাইকটি দর্শকদের দিকে ছুঁড়ে দেন। দর্শকরা সেই মাইক পেয়ে গান গাইতে শুরু করেন। অন্যদিকে অরিজিৎ স্টেজে দাঁড়িয়ে গিটার বাজাতে থাকেন। জানা যাচ্ছে এই ভিডিওটি হলো অরিজিতের গুয়াহাটির একটি কনসার্টের।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক