সোমালিয়া ওয়েব নিউজ: দীঘা মানে ভারতের অন্যতম সৌকত পর্যটন ভ্রমণস্থল। যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে। এদিন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা সমুদ্র সৌকত গুলিতে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় দীঘা থানা ও দীঘা মোহনা কোস্টাল থানার উদ্যোগে। যদিও দীঘা গ্রামরক্ষী বাহিনীর কর্মকর্তারা ও দীঘা প্রেস ক্লাবের সাংবাদিকরাও এই কর্মসূচিতে যোগদান করে এক মহৎ কাজে ব্রতী হন সকলে। এমনিতে এখন দিঘাতে টুরিস্টদের উপচে পড়া ভিড়। তাই দীঘা কে ক্লিন রাখতে এবং সমুদ্র কে পরিষ্কার পরিচ্ছন্য রাখতে এদিনের কর্মসূচীর ছিল। কাঁথির সার্কেল ইন্সপেক্টর পবিত্র কুমার গাঙ্গুলী ও দীঘা থানার বড়বাবু অভিজিৎ পাত্র এদিন সমুদ্র সৌকাতে সরনী কে সুন্দর পরিষ্কার রাখার জন্য সৌকত এর ধরে থাকা হকার দের জানান, যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না, সরকারি ভাবে নোংরা ফেলার যে ডাস্টবিন আছে সেখানে নোংরা ফেলতে হবে এবং দোকানদের একটা করে ডাস্টবিন রাখার কথা বলেন। এদিন পুলিশের দুই উর্দ্ধতন আধিকারিকের সৌকত কে সুন্দর ও পরিষ্কার রাখার উদ্যোগ কে টুরিস্টরা সাধুবাদ দেন। সুদূর রাঁচি থেকে ঘুরতে আসা এক টুরিস্ট বলেন দীঘা আর আগের মতো নেই, এখানে দেশ থেকে বিদেশের বহু টুরিস্ট ঘুরতে আসেন তাই দীঘা কে ক্লিন রাখার যে উদ্যোগ তা প্রশংসনীয়। যদিও সরকারি ভাবে মাঝে মাঝে বিভিন্ন সুচির মাধ্যমে সচেতনতা মূলক আয়োজক হয়ে থাকলেও বার বার প্রশ্ন উঠছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কে, তার মূল কারণ হলো মাসে লাখ লাখ টাকা খরচা হলেও সরকারি ভাবে দীঘা কে ক্লিন দীঘা গ্রীন দীঘা করার জন্য তবুও এখনো তা চোখে দেখা মেলে না। ভরা চড়ুইভাতির মরসুমে পিকনিক স্পট গুলির নোংরা দীঘা কে যে কতটা কলুষিত করছে তা হয়তো দেখার সময় নেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। যেখানে প্লাস্টিক পুরোপুরি ব্যান্ড করা আছে সরকারি ভাবে তবুও পিকনিক করতে আসা টুরিস্টদের কাছে প্রায় দেখা যাই প্লাস্টিক জাতীয় সামগ্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প দিঘার জগন্নাথ মন্দির আর কয়েকমাস পরে দর্শনের জন্য খুলে দেয়া হবে আর তখন হয়তো আরও মানুষের ঢল বাড়বে তা বলাবাহুল্য। আর সেই প্রকল্পের রূপায়নের আগে পুলিশ প্রশাসন যে প্রস্তুত তারই ইঙ্গিত পাওয়া গেলো এদিন গ্রীন দীঘা ক্লিন দীঘা কর্মসূচিতে।এদিন দীঘা থানার বড়বাবু, সি আই কাঁথি সকলে নোংরা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে সকল কে বার্তা দিলেন ” পরিবেশ কে ভালো রাখতে গেলে আগে নিজেদের সচেতন হবে,নোংরা যেখানে সেখানে না ফেলে নির্ধিষ্ঠ জায়গায় ফেলতে হবে আর তাতে পরিবেশ যেমন সুস্থ্য থাকবে ঠিক তেমনি আমরা নিজেরাও সুস্থ্য থাকবো”। দীঘা থানার বড়বাবু অভিজিৎ পাত্র বলেন আগামী দিনে বিভিন্ন সুচির মাধ্যমে দীঘা কে গ্রীন দীঘা ক্লিন দীঘা করাই তাদের সংকল্প।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন