October 5, 2025

বাঘ বেরোল সুন্দরবনে, এবার বুড়িরডাবরিতে পর্যটকদের দেখা দিল

সোমালিয়া ওয়েব নিউজ: লঞ্চের শব্দ পেয়েই অবশ্য ঝাড়া মেরে উঠে জঙ্গলে ঢুকে পড়ে বাঘটি। এবার সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গলে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। শনিবার পর্যটকদের একটি দল বোট নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন ওই এলাকায়। সেই সময় জঙ্গলের কাছে বাঘটিকে দেখতে পান তাঁরা। জঙ্গলের সবুজে আচমকাই কালো-হলুদ ডোরা নজরে আসে তাদের। নদীর পাড়ে বসেছিল বাঘটি। লঞ্চের শব্দ পেয়েই অবশ্য ঝাড়া মেরে উঠে জঙ্গলে ঢুকে পড়ে বাঘটি। শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনের জঙ্গলে। সজনেখালি, সুধন্যখালি, দোবাঁকি এলাকায় মানুষের ভিড়। একই রকমভাবে ভিড় বাড়ছে বুড়িরডাবরি, ঝিঙেখালির মতো জঙ্গলগুলিতেও। শনিবার সকালে সেখানেই দেখা মিলল একটি বড়সড়ো রয়েল বেঙ্গল টাইগারের। রায়মঙ্গল নদীর পাশেই জঙ্গলের ধারে বসে রোদ পোহাচ্ছিল। পর্যটক বোঝাই বোট কাছাকাছি যেতেই উঠে দাঁড়ায় রয়েল বেঙ্গল টাইগারটি। জঙ্গলে ঢুকে পড়ে দ্রুত। কুলতলিতে বারবার লোকালয়ে হানা দিচ্ছে বাঘ। জঙ্গলে খাবারের আকালই তাদের লোকালয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশপ্রেমীরা। জঙ্গলেও মাঝেমধ্যেই দেখা মিলছে রয়েল বেঙ্গল টাইগারের। এতেই সুন্দরবনের টান আরও বাড়ছে বলে মনে করছেন জল-জঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা।

Loading