সোমালিয়া ওয়েব নিউজ: জীবনে লক্ষ্য যদি স্থির থাকে তাহলে যেকোনো পরিস্থিতিতে লড়াই করা সহজ হয়ে যায়। মেয়েটির স্বপ্ন ছিল সরকারি চাকরি পাবার, তাই কঠোর পরিশ্রম করে গেছে দিনরাত। অনেকেই এমন আছে যারা দিনরাত পরিশ্রম করেও সরকারি চাকরি লাভ করতে পারে না। বিভিন্ন কারণে হাতে আসা চাকরি কিন্তু হাত থেকে চলে যায়। তবে টিনুর ক্ষেত্রে অবশ্য এইসব কিছুই হয়নি। তার হাতে এখন পাঁচ পাঁচটি চাকরি, অবাক হলেও এটাই সত্যি।বিহারের জামুইয়ের বাসিন্দা মুন্না কুমার সিং ও পিঙ্কি সিংয়ের মেয়ে টিনু পরপর ৫ দিনে ৫টি সরকারি চাকরি পেয়ে সাফল্যের এক অদ্ভুত নজির স্থাপন করেছেন। এমনকি পাঁচটি সরকারি চাকরিতেই তিনি নির্বাচিত হয়েছেন। তবে অভাবনীয় এই কাণ্ড ঘটিয়ে কোনোভাবেই থামতে নারাজ বিহারের এই তরুণী (Bihar Girl Government Job)। এটি উপরের দিকে উঠতে চান তিনি। জীবনের লক্ষ্যকে হাসিল করতে কোনরকম পরীক্ষা দিতে বাদ দেননি তিনি। জানলে অবাক হবেন যে, কম্পিউটার অপারেটার থেকে শুরু করে স্কুল শিক্ষিকা বিভিন্ন চাকরির পরীক্ষাতেই তিনি (Bihar Girl Government Job) বসেছেন। নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন এই পরীক্ষার সফলতা পাবার জন্য। তবে তিনি হেরে যাননি বরং জীবন যুদ্ধের এই লড়াইয়ে আজ তিনি জয়ী। গত ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পরপর ৫টি সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আর প্রত্যেক জায়গাতেই নির্বাচিত হয়েছেন টিনু।
কিন্তু নিজের সাফল্যর জন্য তিনি পুরোপুরি তার পরিবারকেই কৃতিত্ব দিয়েছেন। তার এই পরিশ্রম এবং সাফল্য খুব সহজেই তাকে আলোচনার শিখরে পৌঁছে দিয়েছে। ৫ দিনে ৫টি সরকারি চাকরি পাওয়া সত্যি কিন্তু মুখের কথা নয়। প্রথম চাকরিটি ছিল কম্পিউটার অপারেটারের, বিহার সরকারের কম্পিউটার অপারেটার পদের রেজাল্ট বেরোয় গত ২২ ডিসেম্বর। তারপর ২৩ ডিসেম্বর বিএসএসসি-র সহকারী ব্রাঞ্চ অফিসার পরীক্ষায় নির্বাচিত হন টিনু।
একদিন বাদেই ২৫ ডিসেম্বর বিপিএসসি শিক্ষক নিয়োগের রেজাল্ট বেরোয়। তাতেও তিনি শিক্ষক পদের জন্য নির্বাচিত হয়েছেন, এরপর ২৬ ও ২৭ ডিসেম্বর বিহারের হাইস্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। ২৬ ডিসেম্বর নবম-দশম শ্রেণি ও ২৭ ডিসেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের রেজাল্ট বেরোয়। টিনু সব পরীক্ষাতেই সফল। তবে তিনি কোন চাকরি বেছে নেবেন সেটাই এখন দেখার। তিনি এখন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস অফিসার হতে চান বিহারের এই তরুণী।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?