October 5, 2025

বাবার দেওয়া ফুটপাত অতীত! এবার হোটেল ব্যবসায় নতুন অধ্যায় শুরু নন্দিনীর,

সোমালিয়া ওয়েব নিউজ: বর্তমানে বলিউড-টলিউডের নায়ক-নায়িকারা সব অতীত। গোটা ফেসবুক জুড়ে শুধু নন্দিনী দি আর তার হাতের বাঙালি থালি। হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনাদের সকলের সেই স্মার্ট দিদি নন্দিনী দির কথাই আজকের প্রতিবেদনের প্রধান আলোচ্য বিষয়। বর্তমানে তিনি ডালহৌসের পাইস হোটেল ছেড়ে নতুন ঠিকানা করেছেন নিউটাউনে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে তিনি রীতিমত স্টার। মনে প্রশ্ন জেগেছে – কেন ডালহৌসি ছেড়ে নিউটাউনে আসলেন তিনি? তবে কি ক্যামেরার গুঁতোয় ছাড়তে হল তার রাস্তার ধারের পাইস হোটেল?সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বহু মানুষ নিজের প্রতিভার জোরে প্রকাশ্যে এসেছেন। আবার অনেকে ভাইরাল হয়েছে বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে। নন্দিনী দিদি ওরফে মমতা হল সেরকমই একজন। এক নজরে স্মার্ট দিদিকে দেখলে আপনারা অবাক না হয়ে পারবেন না। ডালহৌসের অফিস পাড়ার সামান্য পায়েস হোটেল চালাচ্ছেন রীতিমতো জিন্স টপ পরে। গরগর করে ইংরেজি বলা এই মেয়েটি ডালহৌসের হোটেল ছেড়ে নিজের নতুন আউটলেট খুলেছে নিউটাউনে। কিভাবে প্রকাশ্যে আসলেন এই স্মার্টদিদি? মমতা গাঙ্গুলী তথা সোশ্যাল মিডিয়ার স্মার্টদিদিকে একেকজন চেনেন একেক রকম ভাবে। কারোর মতে তিনি রুক্ষ মেজাজি আবার অনেকে বলেছেন তিনি ভালো। নাক উঁচু এই মেয়েটি আবার নতুন করে পথ চলা শুরু করেছেন। লকডাউনের সময় নিজের মোটা অংকের চাকরি ছেড়ে বাবার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তারপর থেকে সময় দিয়েছেন বাবার ব্যবসাতে অর্থাৎ ডালহৌসের পাইস হোটেলে। এইবার সেই পাইস হোটেল ছেড়ে অন্য পথে হাঁটলেন তিনি? কেন এই সিদ্ধান্ত নিলেন সকলের প্রিয় নন্দিনী দিদি?এবার আর বাবার ভাড়ার হোটেল নয় নিউটাউনে নিজস্ব হোটেল করলেন নন্দিনী দিদি। নিজের পাইস হোটেল খুলে রীতিমতো তাক লাগিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ার সকলকে। সোশ্যাল মিডিয়াতে তার যত অনুগামী আছে তাদের সকলকে তিনি কথা দিয়েছিলেন নিজের নতুন হোটেলের প্রথম লুক অবশ্যই সামনে আনবেন। তার দেওয়া কথা তিনি রেখেছেন।গত ১২ জানুয়ারি নন্দিনীদির এই হোটেলের শুভ উদ্বোধন হয়েছে। নিউটাউনের কোথায় খোলা হয়েছে এই হোটেলটি? নিউটাউনের আকাঙ্খা মোড়ে সানরাইজ পয়েন্টে খোলা হয়েছে স্মার্ট দিদি নন্দিনীর নতুন হোটেল যার নাম ‘নন্দিনীর হেঁশেল’। তিনি সকলকে আমন্ত্রণ জানিয়েছেন এই হোটেলে আসার জন্য। একেবারে সাধারণভাবেই খোলা হয়েছে এই হোটেলটি। এখন শুধুই অপেক্ষা নন্দিনী দিদি নতুন কি চমক আনবে তার নয়া পাইস হোটেলে।

Loading