সোমালিয়া ওয়েব নিউজ: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম বিখ্যাত অভিনেতা হলেন কাঞ্চন মল্লিক। একধারে তিনি আবার বিধায়কও বটে। কানাঘুষোয় শোনা যাচ্ছে পিঙ্কির সাথে বিচ্ছেদ ঘটিয়ে বর্তমানে সংসার পেতেছেন বিশেষ বান্ধবী শ্রীময়ীকে নিয়ে। তবে পিঙ্কি প্রথম স্ত্রী নয়। পিঙ্কির আগেও এক সুন্দরীর সাথে সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। তিনিও অভিনয়ের সাথেই যুক্ত। অভিনেত্রী অনিন্দিতা দাস। যাঁর রূপ এবং গুণের কাছে হার মানবে পিঙ্কি-শ্রীময়ী।টলিউড জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন অনিন্দিতা দাস। পড়াশোনা করার বয়সে সংসারের হাল ধরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। বাড়ির অমতেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সাথে। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। দীর্ঘ সাড়ে সাত বছর সংসার করার পর বিচ্যুতি ঘটে সংসারের। আলাদা হয়ে যায় কাঞ্চন-অনিন্দিতা। তবে সেই সময় তিনি অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। তাঁর প্রথম বাংলা ছবি ‘হারবার্ট’। যেখানে অভিনেতা জয়রাজ ভট্টাচার্যের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অনিন্দিতা দাস। ছবির পরিচালনায় ছিলেন সুমন মুখার্জী।কম বয়সে সংসারের স্বাদ পেয়ে নিজের ভুল বুঝতে পারেন তিনি। পরে সেই জায়গা থেকে আবার পড়াশোনার জগতে ফেরেন অভিনেত্রী অনিন্দিতা দাস। ছৌ নাচ নিয়ে গবেষণা করে পড়াশোনা শেষ করেন তিনি। বিবাহ বিচ্ছেদের পর প্রায় পাঁচ বছর পড়াশোনায় মনোযোগ দেন সুন্দরী অনিন্দিতা। পড়াশোনা করে আবার আগের কাজ অর্থাৎ অভিনয় জগতে ফিরে যান অভিনেত্রী অনিন্দিতা দাস।বরাবরই তিনি ঘর কুটুরে। অর্থাৎ তিনি নিজে থেকে অভিনয় জগতে কাজ পাওয়ার চেষ্টা করেনি। কাজের প্রস্তাব নিয়ে তাঁর কাছে যে এসেছে তিনি তাঁর সাথেই কাজ করেছেন। তবে এই নিয়ে তাঁর কোনো আফসোস নেই। তবে কাজ করলেও তিনি কখনোই অর্থ সঞ্চয় করতে পারেননি। যা এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই তা জানিয়েছেন। এমনকি তিনি এতই খরুচে ছিলেন যে এমনও একটা দিন গেছে, যেদিন তিনি সকালে খেয়ে রাতে কি খাবেন তা জানতেন না। তবে সেই বিপদে তিনি তাঁর বন্ধুদের পাশে পেয়েছিলেন।অপরদিকে কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সাথে বিবাহ বিচ্ছেদের পর তাঁকে নিয়ে নানান গুজবও রটে। এমনকি এও শোনা যায় যে, তিনি নাকি খোরপোষ হিসেবে অভিনেতার থেকে মোটা টাকা দাবি করেছিলেন। তবে পরবর্তীকালে পরোক্ষভাবে জানান এই সব ঘটনা মিথ্যা। বর্তমানে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় অনিন্দিতাকে। সাম্প্রতিক ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে নায়িকার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অনিন্দিতা দাসকে। অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করায় তাঁর এই নিয়ে কোনো অবসাদ বা গ্লানি নেই। বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী অনিন্দিতা।
![]()

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল