October 5, 2025

স্ত্রীকে হারিয়েছে আজও সাদাকালো ফটো বুকে আগলে রেখেছে বৃদ্ধ, মুহূর্তে ভাইরাল

সোমালিয়া ওয়েব নিউজ: মা-বাবার পর পৃথিবীতে সবচেয়ে সুন্দর আর মজবুত কোনো সম্পর্ক যদি থেকে থাকে, তা হলো ভালোবাসার সম্পর্ক। যে সম্পর্কে ভালোবাসা থাকে তার চেয়ে বড় সম্পর্ক পৃথিবীতে আর নেই। পাঞ্জাবের এক বৃদ্ধের এমনই একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যা দেখে আপনার চোখে জল আসবে। ভাইরাল হওয়া এই ক্লিপে দেখতে পাওয়া যাচ্ছে যে এক বৃদ্ধ খাট মেরামত করছেন। তখন এক যুবক এসে তাঁর ভিডিয়ো করা শুরু করে। এই সময়, তিনি তাঁর মানিব্যাগ খোলেন, যাতে একটি মহিলার সাদা কালো ছবি রয়েছে। যুবক জিজ্ঞেস করে এটা কার ছবি। বৃদ্ধ লোকটি এতে তাঁকে উত্তর দিয়ে ছবিটি বের করে যুবকটিকে দেখায়। এতে লোকটি জিজ্ঞেস করে উনি চলে গেছে কত বছর? তারপর সে বলে যে মারা গেছে দুই বছর হয়ে গিয়েছে। এই ব্যাপক ভাবে ভাইরাল হওয়া ভিডিয়োর ক্যাপশন অনুযায়ী, এই বৃদ্ধ বলেছেন – “উনি মারা গিয়েছে দুই বছর আগে। আমি তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁর সঙ্গে ছিলাম এবং এখনও সে আমার সঙ্গে আছে। এই ছোট ভিডিয়োটি প্রেমময় সম্পর্কের একটি ভিন্ন চিত্র তুলে ধরে। প্রায়ই মানুষ বড় ছবি দেয়ালে লাগায়। কিন্তু এই ভাবে মানুষ সারা জীবনে কারও প্রতি ভালোবাসা দেখাতে পারে না। এই কারণেই ইউজাররা এই ভিডিয়োটি খুব পছন্দ করছেন। এটি ইনস্টাগ্রামের @simran_panjab_clicks -এ শেয়ার করা হয়েছে। এই ব্যাপক ভাবে ভাইরাল হওয়া ভিডিয়োটি এখনও পর্যন্ত ৫ লাখের বেশি লাইক পেয়েছে। এর থেকে ধারণা করা যায় যে ভিডিয়োটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে। বর্তমানে ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। ৭ ফেব্রুয়ারি রোজ ডে এবং ৮ ফেব্রুয়ারি প্রোপজ ডে রয়েছে। এই সময় প্রেমিক ও প্রেমিকারা তাঁদের একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন। আর এই সময় এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়তা পেয়েছে।

Loading