October 5, 2025

অভিনেত্রী শ্রাবন্তীকে ভুলে বিয়ের পিঁড়িতে দ্বিতীয় স্বামী কৃষ্ণ

সোমালিয়া ওয়েব নিউজ: টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহেরও শেষ নেই। নানা বিতর্কও তৈরি হয়েছে অভিনেত্রীর জীবন ঘিরে বারবার। শুধু তাই নয়, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না। অভিনেত্রীর সম্পর্ক ভেঙে যাওয়া থেকে শুরু করে বিয়ে সবটাই শিরোনামে। এবারও তার অন্যথা হল না। ফের শিরোনামে অভিনেত্রীর জীবন। একটা সময় ভালোবেসে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন শ্রাবন্তী সুপারমডেল কৃষ্ণ বিরাজকে। তবে সেই বিয়ের মেয়াদ বেশিদিন ছিল না। মাত্র কয়েকমাসেই ভেঙে যায় সংসার। এবার নতুন জীবন শুরু করলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষ্ণ বিরাজ। শ্রাবন্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর এবার নতুন করে ঘর বাঁধলেন মডেল। একবছর আগেই পরিবারের পছন্দ করা পাত্রীর সঙ্গে আংটি বদল সেরেছিলেন কৃষ্ণ। এরপরই তাঁদের চার হাত এক হয়। আর্শিয়া সিনহাকে বিয়ে করেন তিনি। তাঁদের গাঁটছড়া বাঁধার সেই ছবি মুগ্ধ করেছে সকলকে। মঙ্গলবার ফেসবুকে নিজেই বিয়ের প্রথম পোস্ট করেছেন কৃষ্ণ বিরাজ। বিয়ের সপ্তাহখানেক পর সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে বিয়ের প্রথম ছবি শেয়ার করেন কৃষ্ণ। ছবি দিয়ে তিনি লেখেন, ‘আমার চিরন্তন ভালোবাসা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি থাকবে….।’ একটা সময় শ্রাবন্তী-কৃষ্ণের প্রেম নিয়ে টলিপাড়ায় কম চর্চা হয়নি। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্যে জীবনে ইতি টেনে এই সুপার মডেলকে কৃষ্ণের সঙ্গে ঘর বেঁধেছিলেন শ্রাবন্তী।

Loading