সোমালিয়া ওয়েব নিউজ: পরীক্ষা শুরুর মুখে উচ্চ মাধ্যমিক নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল সংসদ। পরীক্ষা চলাকালীন বাজানো যাবে না কোনও লাউড স্পিকার। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে 24 ঘণ্টার জন্য খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধায় এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য পরিবহণ নিগম। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলির মধ্যে ১৪টি রুটে বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে বাস পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বিশেষ কন্ট্রোল রুম সকাল ৬টা থেকে চালু থাকবে। কন্ট্রোল রুমের নম্বর হল (০৩৩) ২২৩৬০৪৬২ /০৪৬৩। যে কোনও সমস্যায় এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে পরিবহণ দফতরের তরফে ঘোষণা করা হয়েছে।এই বিশেষ ‘পরীক্ষা স্পেশাল’ বাস পরিষেবা উত্তরে দক্ষিণেশ্বর থেকে ধর্মতলা, ব্যারাকপুর থেকে হাওড়া, কাঁকুড়গাছি থেকে বেহালা, কলকাতা বিমানবন্দর থেকে ধর্মতলা এবং ডানলপ থেকে বালিগঞ্জ রুটে মিলবে। দক্ষিণে বালিগঞ্জ স্টেশন থেকে ধর্মতলা, ঠাকুরপুকুর থেকে ধর্মতলা, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, গড়িয়া থেকে দেশপ্রিয় পার্ক হয়ে হাওড়া স্টেশন, সরশুনা এবং ঠাকুরপুকুর থেকে হাওড়া স্টেশন, গড়িয়া থেকে টালিগঞ্জ হয়ে হাওড়া স্টেশন এবং যাদবপুর ৮বি থেকে হাওড়া স্টেশন রুটে চলবে। অন্য দিকে, পূর্বে নিউ টাউন থেকে শিয়ালদহ রুটেও মিলবে এই পরিষেবা। বিশেষ এই বাসগুলির সামনে ঝোলানো থাকবে ‘পরীক্ষা স্পেশাল’ বোর্ড। নিগম সূত্রে খবর, চলতি মাসের ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮ এবং ২৯ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ওই দিনগুলিতে রাস্তায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ১০টার মধ্যে বাসের সংখ্যা পর্যাপ্ত রাখতে সরকারি স্তরে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার কমেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা।
More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ