সোমালিয়া ওয়েব নিউজ : রবিবার সকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আনন্দপুর (Anandapur Area)বাইপাসের ধারে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন পৌঁছে যায়। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। বেসরকারি হাসপাতালের কাছে, মাঠে যে ঝুপড়ি রয়েছে সেখানে সকাল ১১ টা নাগাদ আগুন লেগেছে বলে খবর। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও দমকলের ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। কালো ধোয়ায় চারপাশ ঢেকে গেছে, একের পর এক ঘর পুড়ে ছাই। আতঙ্কে স্থানীয়রা। ৫ মিনিটের মধ্যে সব শেষ , কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসিরা। প্রায় শতাধিক বাসস্থান চোখের নিমেষে ভস্মীভূত হয়ে গেছে। পরপর বিস্ফোরণে জেরে কেঁপে ওঠে এলাকা। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড , যাবতীয় ডকুমেন্টস সবই আগুনের গ্রাসে। হাওয়ার বেগ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি, সকাল সাড়ে দশটার একটু পরে একটা ঝুপড়িতে আগুন লেগে যায়। এরপর 11 টা নাগাদ দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে নিকটবর্তী দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তার আগেই দমকা হওয়ার কারণে ঝুপরির পার্শ্ববর্তী এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এই মুহূর্তে সঠিক না জানা গেলেও স্থানীয়দের অনেকেই মনে করছেন, ঝুপড়ির ভিতরে কয়েকটি খাবার ও চায়ের দোকান ছিল সেখান থেকে আগুন লাগে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক