সোমালিয়া ওয়েব নিউজ: ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি (ED)। এহেন অবস্থায় শাহজাহানের ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিল ‘সন্দেশখালির বাঘ’। অবশেষে গ্রেফতার হল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারি থেকেই বাংলার সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। ৫৫দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) ‘মাস্টারমাইন্ড’। ১২টার পর আদালতে পেশের প্রক্রিয়া শুরু হবে। ঠিক কখন, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে তা পুলিশের তরফে এখনও জানা যায়নি। জানা গিয়েছে, দুপুরের পর থেকে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি। আজ ভোরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে পেশ করা হবে। ক্ষোভের আগুনে জ্বলছিল সন্দেশখালি। মুখে মুখে কেবলই একটাই নাম শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারির দাবি তুলেই অশান্ত হয়েছিল সন্দেশখালি। এই প্রেক্ষাপটে CBI, ED এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। বুধবার ফের জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন, আমরা যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারি, তাহলে আমাদের দেখাতে হবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হল। তখন প্রধান বিচারপতি বলেন, তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন। প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা। তৃণমূল নেতা বলেছিলেন, হাইকোর্ট যদি, বিচারব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথা থেকে। এর পরেরদিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনও স্থগিতাদেশ নেই। বুধবার ফের একবার আদালতের অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধান বিচারপতি। বলেন, কিছু ব্যক্তি এই ধারণা তৈরি করেছিলেন যে আদালত শেখ শাহাজাহানকে রক্ষা করছে। তাই আমরা এটা পরিষ্কার করে বলছি যে তাঁর গ্রেফতারির ওপর কোনও স্থগিতাদেশ নেই। রাজ্য পুলিশ তাঁকে গ্রেফতার না করে তার দায় এড়াতে পারে না। ইডির মামলায় শুধু সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।’ বেশ কিছুদিন আগে তৃণমূল নেতারা দাবি করেন, ৭ দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা হবে। অবশেষে বৃহস্পতিবার ভোরে ‘সন্দেশখালির বাঘ ‘শেখ শাজাহানকে গ্রেফতার করে পুলিশ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক