সোমালিয়া ওয়েব নিউজ : সারা পৃথিবীতে একাধিক বিশেষ মানুষ আছেন, যারা অভিনব কৌশলের মাধ্যমে নিজেদের কাজ করে থাকে। এই লোকেরা এমন ভাবে কাজ করে যে তাদের সামনে বড় বড় বিজ্ঞানীরাও ব্যর্থ হয়। এমনই এক রহস্যময় উপায় সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিয়ো দেখা যায়, যার মধ্যে কিছু অনুপ্রেরণাদায়ক আবার কিছু অবাক করার মতো হয়ে থাকে। কিন্তু কিছু ভিডিয়ো এমন হয়, যেগুলো দেখে সাধারণ মানুষ হতবাক হয়ে যায়। বর্তমানে, এমন একটি ক্লিপ ইনস্টাগ্রামে ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে, যাতে এক ব্যক্তিকে দিল্লির রাস্তায় একটি অনন্য স্টাইলের সাইকেল চালাতে দেখা যায়। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে @bunnypunia নামের একজন ইউজারের হ্যান্ডেলে। যিনি তার পেজে সাইকেল, বাইক এবং গাড়ির ছবি এবং ভিডিয়ো শেয়ার করে থাকেন। এই ভিডিয়ো সম্পর্কে তিনি লিখেছেন, “কেউ কি জানেন এটা কী? আজ পশ্চিম দিল্লিতে এই দুর্দান্ত চেহারার সর্দারজিকে তাঁর উদ্ভাবনগুলি -সহ দেখা গিয়েছে।” এই ভাইরাল হওয়া ভিডিয়োটি তৈরি করেছেন একজন গাড়িতে করে যাচ্ছিলেন। এতে একজনকে সাইকেল চালাতে দেখা যায়। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, এটি কোনও সাধারণ বাইসাইকেল নয়, এটির সঙ্গে একটি গাড়ির সিট লাগানো আছে। ক্লিপে দেখা যায় সাইকেল আরোহী ব্যক্তিটি সিটে আরাম করে বসে আছেন। মজার ব্যাপার হল সাধারণ সাইকেলে প্যাডেল থাকে নিচের দিকে। এই সাইকেলে তা হ্যান্ডেলের জায়গায়। পরামর্শ দিতে গিয়ে এক ইউজার লিখেছেন, ‘সিট বেল্ট লাগান, পরে জরিমানা করা হবে।’ এই চক্রের নাম দিতে গিয়ে এক ব্যক্তি বলেন, ‘এগুলোকে লিনিয়ার রেকাম্বেন্ট বাইক বলে!’ তৃতীয় একজন লিখেছেন, ‘বাহ, আমরা মজা করেছি।’
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ