সোমালিয়া ওয়েব নিউজ : আজ দুপুর ২টো ৫০ মিনিটে ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টারে আরামবাগে আসবেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পর আরামবাগেরই কালীপুর মাঠে জনসভাস্থলে আসবেন। আরামবাগে জনসভা শেষ করে বিকেল সওয়া পাঁচটায় কলকাতায় পৌঁছবেন তিনি। এরপর রাজভবনে রাত্রিবাস। আরামবাগের সরকারি মঞ্চ থেকে ২২ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন মোদি। এর পাশাপাশি রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের দ্বিতীয় পর্যায়ের সূচনা করবেন প্রধানমন্ত্রী৷ রেল, সড়ক, হলদিয়া বারাউনি তেলের পাইপ লাইন-সহ বাংলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। আরামবাগ ও কৃষ্ণনগরের সভা থেকে মোদি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সকলের। রাজ্যপালের সঙ্গে বৈঠকও রয়েছে প্রধানমন্ত্রীর। রাজভবনে দেখা করতে পারে রাজ্য বিজেপির এক প্রতিনিধিদলও। তার পর শনিবার সকালে রাজভবন থেকে রওনা হয়ে ১০টা ২০ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার পর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে জনসভা করবেন। সেখানেও একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস রয়েছে। সভা শেষ করে দুপুর ১২টা ১০মিনিটে কৃষ্ণনগর থেকে পানাগড় এয়ারপোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে দুপুর পৌনে দু’টোর সময়ে বিহারের উদ্দেশে রওনা হয়ে যাবেন তিনি। অন্যদিকে আরামবাগের সভায় পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া থেকে লোক আনা হচ্ছে। নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে কালীপুর-সহ গোটা আরামবাগ। এসপিজির দখলে চলে গিয়েছে মাঠের নিরাপত্তা। আগামী ৬ মার্চ বারাসতে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। মহিলাদের নিয়ে বারাসতে সভা হবে। মূলত সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে বারাসতের সভা। সেখানে সন্দেশখালি থেকে কিছু মহিলাদের নিয়ে এসে তাদের অভিযোগের কথা প্রধানমন্ত্রীকে শোনানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। বারাসতে সভা ৬ তারিখ হলেও, তার আগের দিন অর্থাৎ, ৫ মার্চই কলকাতায় চলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওইদিন রাতেও কলকাতায় থাকবেন তিনি। ফলে মার্চের প্রথম সপ্তাহেই তিনদিন বাংলায় মোদির কর্মসূচি। ৩৫টি আসনের যে টার্গেটকে সামনে রেখে এগোচ্ছে বঙ্গ বিজেপি তার মধ্যে আরামবাগ আসনটিও রয়েছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে সুকান্ত বলেন, “আগের বার অল্পের জন্য আরামবাগ ফস্কে গিয়েছে। এবার লক্ষাধিক ভোটে জিতে এই কেন্দ্র উপহার দেব নরেন্দ্র মোদিকে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি