October 5, 2025

ঠান্ডা থেকে বাঁচতে, খাটের মধ্যে চুল্লি তৈরি করে ভাইরাল ব্যক্তি

সোমালিয়া ওয়েব নিউজ: কোথায় আছে বিদ্যার থেকে বুদ্ধি আগে। কারণ সমাজে এমন অনেক অশিক্ষিত ব্যক্তি আছে যাদের বুদ্ধির দ্বারা সৃষ্টি নতুন কিছু জিনিস বিজ্ঞানী কেউ হার মানাবে। সারা পৃথিবীতে একাধিক বিশেষ মানুষ আছেন, যারা অভিনব কৌশলের মাধ্যমে নিজেদের কাজ করে থাকে। এই লোকেরা এমন ভাবে কাজ করে যে তাদের সামনে বড় বড় বিজ্ঞানীরাও ব্যর্থ হয়। এমনই এক রহস্যময় উপায় সামনে এসেছে। এই আবিষ্কার দেখে সত্যিই আপনিও অবাক হয়ে যাবেন। আর এর কারণে এক ব্যক্তি হাড় হিম করা ঠান্ডা থেকে বাঁচতে খাটের মধ্যে চুল্লি তৈরি করেছে। আর এরই সঙ্গে কম্বল গায়ে দিয়ে শোয়ার ব্যবস্থাও করেছেন। এই ব্যক্তি ওই চুল্লির মধ্যে জ্বালিয়ে রেখেছেন এবং ক্রমাগত আগুনটি জ্বালিয়ে রাখার জন্য প্রচেষ্টাও করছেন। এই ব্যাপক ভাবে ভাইরাল হওয়া ভিডিয়োটি চিনের বলে জানা গিয়েছে। আর বললে ভুল হবে না যে চিনেও ভারতের মতো অভিনব লোক আছে। তাই এই ব্যক্তি চুল্লির উপর ঘুমানোর জন্য তার উপরই বিছানা তৈরি করেছেন। যা আপনি ভাইরাল ভিডিয়োতে দেখতে পারেন। ফলে এই বিছানায় ঘুমানো ব্যক্তির ঠান্ডা লাগবে না। আর প্রচন্ড শীতে এই গরম বিছানা আরামের কারণ হয়ে দাঁড়ায়। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম পেজ david0ff_01 -এর থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিয়ো দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এর কারণ হল যে আজ পর্যন্ত এমন আসবাবপত্র কেই দেখেনি।

Loading