October 5, 2025

আরামবাগে তৃণমূলের প্রার্থী লড়াকু সুজাতা মণ্ডল খাঁ, তাঁকে দিয়েই বাজিমাত করতে চায় তৃনমূল

সোমালিয়া আরামবাগ: আরামবাগ বিধানসভা আসনে  এবার তৃণমূল প্রার্থী করল সুজাতা মন্ডল খাঁকে। তিনি এবারের নির্বাচনে একেবারেই নতুন মুখ। শুধু তাই নয় এর আগে তিনি কখনও  কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এই প্রথম সরাসরি জনগণের মুখোমুখি হয়ে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামছেন। উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে পরপর দু’বার বিধায়ক হয়েছিলেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। এবার তাঁর জায়গাতেই সুজাতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পেশায় একজন শিক্ষিকা। ২০১০ সাল থেকে উত্তর কলকাতার একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন। তাঁর আদি বাড়ি বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। তিনি বাংলা সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রী করেছেন। এদিন আরামবাগ কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর তিনি একেবারেই উচ্ছ্বসিত। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার উপর ভরসা রাখায় আমি সত্যিই কৃতজ্ঞ। আমি নিজেও ভীষণ খুশি। পাশাপাশি আরামবাগের মানুষের কাছেও আমি কৃতজ্ঞ। কারণ তাঁরা আমাকে স্বতঃস্ফূর্তভাবে প্রার্থী হিসাবে চেয়েছিলেন। কিছুদিন আগে আরামবাগে রোড শো করে এসেছি। সেখানে প্রায় দু’লক্ষ মানুষ সেদিন আমার রোড শোতে হাজির হয়েছিলেন। তাঁদের সেদিনের সেই ভালবাসা আজ আমাকে প্রার্থী করার সুযোগ করে দিয়েছে। বাবা তারকনাথ ও ঠাকুর পরমহংসদেবের পূণ্যভূমি হল হুগলি জেলা। সেই জেলার আরামবাগে প্রার্থী হতে পেরে আমি সত্যিই গর্বিত। তিনি বলেন, আমি শুধু এটুকুই চাই আরামবাগের মানুষ যেন আমাকে তাঁদের ঘরের মেয়ে ভেবে আমাকে আশীর্বাদ করে বিপুল ভোটে জয়ী করেন। এই আসন যেন আমি মমতা ব্যানার্জিকে উপহার দিতে পারি। সেদিন আরামবাগে রোড শোতে যে জনজোয়ার দেখেছিলাম তাতে বুঝেছিলাম মানুষ মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে মেনে নেবেন না। মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। তৃণমূল কংগ্রেসের সাথে আছেন। আর আমি সেই মমতা ব্যানার্জির আশীর্বাদধন্য প্রার্থী। তাই মানুষ মমতা ব্যানার্জিকে জেতাবেন। 

Loading