সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুলে এবার নতুন মুখকে প্রার্থী করল তৃণমূল। সেখানে প্রার্থী হয়েছেন তৃণমূলের হুগলি জেলা সম্পাদক মুন্সি নজিবুল করিম। দীর্ঘদিন তাঁর হাত ধরেই খানাকুলে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করেছে। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে নজিবুল করিম সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকেন। আর তাই এবার তৃণমূল তাঁর মতো একজন জনপ্রিয় নতুন মুখকে প্রার্থী হিসেবে এনেছে। এ বিষয়ে নজিবুল করিম বলেন, প্রার্থী হিসেবে আমাকে যোগ্য মনে করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও যুবনেতা অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। আমি ও আমাদের দলের কর্মীরা একশ শতাংশ উজাড় করে দিয়ে খানাকুল আসন আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা উপহার দেব। অন্যদিকে এবার পুরশুড়া আসনে তৃণমূল প্রার্থী করেছে দলের জেলা সভাপতি দিলীপ যাদবকে। গোঘাট আসনে অবশ্য বিধায়ক মানস মজুমদারকে আবার প্রার্থী করা হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি