সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। জানা গেছে, একের পর এক বৈঠকের পর প্রথম দু দফার নির্বাচনের জন্য পুরো প্রার্থী তালিকায় তৈরি হয়ে গেছে। এছাড়াও বাকি ছয় দফা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয়েছে। সেক্ষেত্রেও কিছু কিছু প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। বাকি প্রার্থীদের নাম ধাপে ধাপে ঠিক করা হবে বলে জানা গেছে। তবে সম্ভবত এখনই প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে না। সূত্রের খবর, রবিবার ৭ মার্চ বিজেপির ব্রিগেড সভা। সেই সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশের এক ঝাঁক নেতা-নেত্রীর পাশাপাশি এ রাজ্যের প্রথম সারির নেতা নেত্রীরা। তাই সেই সভাস্থল ভরিয়ে তুলতে দরকার বিজেপির ঐক্যবদ্ধ রূপ। কিন্তু তার আগে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গেলে ক্ষোভ বিক্ষোভে অনেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ব্রিগেড সভায় যেতে নাও পারেন। সেক্ষেত্রে একটা বড় প্রভাব পড়তে পারে ব্রিগেডের সভাতে। আর তাই ব্রিগেড সমাবেশের পর প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যেই দিল্লিতে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, রাজীব বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ, জে পি নাড্ডারা। জানা গেছে, হেভিওয়েট প্রার্থীরা ছাড়া বাকিদের সব ভূমিপুত্রদেরই প্রার্থী করা হচ্ছে। নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁকে মুখ করেই বিজেপি এবার নির্বাচনের ময়দানে বাজিমাত করতে চলেছে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক