সোমালিয়া ওয়েব নিউজ: রেশন দোকানে নন-পিডিএস রেশন দ্রব্য(সরিষার তেল, সাদা তেল, বিস্কুট, টমেটো শস, ফিনাইল, পেন, ধুপ, সার্ফ,নীল, সাবান ইত্যাদি) নিয়ে জেরবার সাধারণ রেশন ডিলার থেকে সাধারণ গ্রাহকরা। রেশন ডিলারদের অভিযোগ, রীতিমতো রেশন গ্রাহকদের সাথে ঝগড়া করে নন-পিডিএস মাল বিক্রি করতে হয়। গ্রাহকদের নেওয়াটা বাধ্যতামূলক না থাকলেও রেশন ডিলারকে বাধ্যতামূলকভাবে এই নন-পিডিএস রেশন দ্রব্য তুলতে হয়। খাদ্যদপ্তরে এই নন-পিডিএস রেশন দ্রব্য প্রায় নিয়মিতভাবে অ্যালটমেন্ট করছেন। নন-পিডিএস রেশন দ্রব্যের গায়ে পিডিএস সাপ্লাই বলে লেখাও থাকে। সূত্রের খবর, কোন এক অজ্ঞাত কারণে কিছু রেশন ডিলার সংগঠনের নেতৃত্ব , রাজনৈতিক নেতৃত্ব এবং কিছু অফিসারদের মদতেই এই জোরপূর্বক কারবার চলছে। সাধারণ মানুষের অভিযোগ রেশনের ওই সমস্ত দ্রব্য ব্র্যান্ডেড কোম্পানির নয়, ফলে গুণগত মান ঠিক থাকে না এমনকি বাজার অপেক্ষা দামও বেশি। অভিজ্ঞ মহলের ধারণা, রেশন ডিলারদের অবস্থা শাঁখের করাতের মতো। আগালেও বিপদ পেছালেও বিপদ। রেশন ডিলারদের অন্ধকারে রেখে
বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে অসাধু কাজ করাতে বাধ্য করানো হয়। সরকার রেশন ডিলার দের সাথে সরাসরি আলাপ আলোচনা না করলে বা তাদের সুবিধা-অসুবিধা দাবি-দাওয়ার না শুনলে এই পরিস্থিতি থেকে বেরোনোর কোন উপায় নেই। সাধারণ মানুষের উচিত খাদ্যদ্রব্যের গুনাগুন এবং এই সমস্ত রেশন দ্রব্য এর ব্যাপারে রেশন ডিলারদের সাথে খারাপ ব্যবহার না করে সরাসরি খাদ্য দপ্তরে গিয়ে অভিযোগ জানানো, প্রয়োজন হলে সরাসরি সরকারকে অভিযোগ জানানো।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক