October 6, 2025

বিশ্বাস করুন মানুষের পাশে এসে মানুষের কাজ করতে চাই: কাঞ্চন মল্লিক

সোমালিয়া ওয়েব নিউজ: নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছালেন প্রার্থী। তাঁকে দেখতে ভিড় জমছিলো বিকাল থেকেই, স্বাভাবিক ভাবে প্রার্থী আসার পর তৈরী হল বিশৃঙ্খলা।একবার ছুঁতে, হাত ধরতে পড়ে গেল হুড়োহুড়ি। রাস্তায় উল্টে পড়ে গেলেন কেউ কেউ আবার উঠে দাঁড়িয়ে ছুটলেন গাড়ির দিকে।আর এমন হুরোহুরির মধ্যেই শিবতলা তৃনমূল পার্টি অফিসে ফুল মালা শঙ্খধ্বনিতে সম্বর্ধনা দেওয়া হল দলের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিককে। কাঞ্চন বলেন, দলীয় কর্মিদের উষ্ণতা আমার মন জয় করে নিয়েছে। আমি উত্তরপাড়ার মানুষের পাশে আছি। গাড়িতে বসে হাত নাড়িয়ে নয় বিশ্বাস করুন মানুষের পাশে এসে মানুষের কাজ করার জন্য। উত্তরপাড়ার বিধায়ক বহিরাগত প্রশ্নে বলেন, প্রবীর ঘোষাল তো চলে গেছেন বিজেপিতে তাই বহিরাগত তো তিনি।
এবিষয়ে প্রবীর ঘোষাল বলেন, কোন্নগরে আমার বাড়ির পুজোর বয়স পাঁচশ বছর। তাই আমাকে যদি কেউ বহিরাগত বলেন তাকে লোকে পাগলও বলতে পারে। সেলিব্রিটি প্রার্থী হলে কি হয় তা উত্তরপাড়ার মানুষ টের পেয়েছে আগে। বিজেপি এমনিতে উর্বর জমির উপর দাঁড়িয়ে আছে। তাই তৃনমূলের স্থানীয় প্রার্থী খুঁজে পাওয়া যায়নি।

Loading