October 6, 2025

ভোটদানে উৎসাহ দিতে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন এসডিও, এসডিপিও ও আই সি

সোমালিয়া সংবাদ, আরামবাগ: সাধারণ মানুষের মধ্যে ভোটদানে উৎসাহ যোগাতে সাইকেল নিয়ে এলাকায় এলাকায় সচেতনতা প্রচার করলেন আরামবাগ প্রশাসনের আধিকারিকরা। শনিবার আরামবাগের এসডিও নৃপেন্দ্র সিং, এসডিপিও অভিষেক মন্ডল ও আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার সহ অন্যান্য আধিকারিক ও পুলিশকর্মীরা সাইকেলে করে আরামবাগের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের মধ্যে সাহস যোগান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন তাঁরা আরামবাগের দৌলতপুর, চাঁদুর সহ বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের ভোট দিতে কোন অসুবিধা আছে কিনা, ভোটার কার্ড আছে কিনা, ভোটার লিস্টে নাম আছে কিনা, সে সমস্ত ব্যাপারে তথ্য আদান প্রদান করেন। পাশাপাশি তাঁদের সকলকে জানান, কোন রকম অসুবিধা হলে যেন তড়িঘড়ি প্রশাসনকে জানানো হয়। এ ব্যাপারে প্রশাসন সব সময় তাঁদের পাশে আছে বলেও তা জানিয়ে দেন। আরামবাগের দৌলতপুরের বাসিন্দা শেখ মুবারক বলেন, এবারের নির্বাচনে অনেকেই গন্ডগোলের আশঙ্কা করছিলেন। কিন্তু যেভাবে প্রশাসন পাশে রয়েছে তাতে কোন অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। ওনারা যেভাবে সাহস দিচ্ছেন তাতে সকলেই মনে হচ্ছে নির্ভয়ে ভোট দিতে পারবেন। অন্যদিকে এ ব্যাপারে আরামবাগ এসডিও নৃপেন্দ্র সিং বলেন, ভোটারদের মধ্যে ভয়-ভীতি থাকলে তা দূর করার জন্য আমরা নিয়মিত প্রচার চালাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা এলাকায় এলাকায় গিয়ে রুটমার্চ করছে। ভোটারদের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ই-এপিক কার্ড

Loading