November 30, 2025

এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে সৃষ্টি ‘অভাগীর স্বর্গ’ বড় পর্দায়! কবে মুক্তি পাবে ছবি?

সোমালিয়া ওয়েব নিউজ : একটা সময় বাংলা সাদা কালো পর্দায় বাংলা সিনেমা বেশ কিছুটা সাহিত্য নির্ভর ছিল। কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, কখনও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কখনও বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিকদের বহু কালজয়ী কাহিনি নিয়ে একের পর এক সিনেমা তৈরি হয়েছে বাংলায়। সময় বদলেছে। তার সঙ্গে বদলেছে দর্শকের রুচি এবং চাহিদাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মানেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গার গল্প উঠে আসা বইয়ের পাতায়। তাঁর লেখা অন্যতম বিখ্যাত গল্প অভাগীর স্বর্গ এবার আসছে বড় পর্দায়। শীঘ্রই মুক্তি পাচ্ছে এই ছবি। নাম ভূমিকায় বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী মিথিলা। অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে অভাগীর স্বর্গ। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলা। তবে গল্পের নামেই ছবির নাম রাখা হয়নি। অনির্বাণের ছবির নাম ও অভাগী। পরিচালক অনির্বাণ চক্রবর্তী এদিন পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে ছবির বিষয়ে জানিয়েছেন ও অভাগী ছবিতে উঠে আসবে ৭০ এর দশকের গ্রাম বাংলার করুণ বাস্তব চিত্র। পরিচালক জানিয়েছেন তিনি যথাসম্ভব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল গল্পের যে বিষয়বস্তু সেটাকে ধরে রাখতে চেয়েছেন। আসল গল্পটিকে খুব একটা নড়চড় করেনি। অনির্বাণ চক্রবর্তী জানিয়েছেন তিনি তাঁর মনে অভাগীকে যেভাবে ভেবেছেন তার সঙ্গে মিথিলা দারুণ ভাবে ফিট করেন। তাই এই চরিত্রের জন্য তিনি তাঁকেই বেছেছেন। অনির্বাণের কথায়, ‘উনি যখন মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াল তখন দুর্দান্ত লাগছিল এই চরিত্রের জন্য। তারপর ওঁর সঙ্গে যখন কাজ করলাম তখন বুঝলাম আমি যা চেয়েছিলাম সেটাকে ছাপিয়ে গিয়েছেন উনি। দারুণ খুশি ওঁর কাজ নিয়ে। এই ছবিতে মিথিলা ছাড়াও আছেন সুব্রত দত্ত। তিনি জমিদারের চরিত্রে অভিনয় করবেন। আগামী ২৯ মার্চ মুক্তি পাবে এই ছবিটি। এই ছবির শ্যুটিং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং ঝাড়খণ্ডের ঘাটশিলা অঞ্চলে হয়েছে। ৭০ দশকের করুন গ্রাম বাংলার বাস্তব চিত্রটা কতটা মনে নাড়া দেয় এটাই অপেক্ষার বিষয়।

Loading