সোমালিয়া ওয়েব নিউজঃ আজ, ১২ই সেপ্টেম্বর, বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ১৮৯৪ সালের এই দিনে পশ্চিমবঙ্গের ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার ঘোষপাড়া-নিকটবর্তী পানিত্রাস গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা কথাসাহিত্যে তার অবদান আজও সমান প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।
বিভূতিভূষণ কেবল একজন সাহিত্যিক নন, তিনি ছিলেন প্রকৃতির কবি, জীবন ও মাটির শিল্পী। তার লেখায় গ্রামবাংলার সহজ-সরল জীবন, নিসর্গের মায়াবী সৌন্দর্য এবং মানুষের অন্তর্জগতের সূক্ষ্ম অনুভূতি ফুটে উঠেছে অনন্য মাধুর্যে। ‘পথের পাঁচালী’ উপন্যাসের মাধ্যমে তিনি যে সাহিত্যিক যাত্রা শুরু করেন, তা আজও পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া — যেন আমাদের আপন মানুষ, জীবন্ত চরিত্র।
তার অপরূপ বর্ণনাভঙ্গি, অনুভবের গভীরতা এবং সহজ অথচ গভীর ভাষার গাঁথুনিতে বিভূতিভূষণ সৃষ্টি করেছেন এক অদ্বিতীয় সাহিত্যজগত। শুধু ‘পথের পাঁচালী’ নয়, ‘অপরাজিত’, ‘আরণ্যক’, ‘ইছামতী’, ‘দেবযান’, ‘চাঁদের পাহাড়’-এর মতো কালজয়ী উপন্যাস বাংলা সাহিত্যকে এনে দিয়েছে এক নতুন মাত্রা।

More Stories
হরিচরণ
আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালিত হচ্ছে
মানসিক শক্তি ও নারীর বাস্তবতা — পার্বতীর নীরব বিজয়