October 5, 2025

১১ সেপ্টেম্বর ১৮৯৩ সালে শিকাগো শহরে ধর্ম মহাসভার কালজয়ী বক্তৃতার বর্ষপূর্তিতে হিন্দু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দে

সোমালিয়া ওয়েব নিউজঃ ১৮৯৩ সালের ১১ই সেপ্টেম্বর, আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ধর্ম মহাসভা। সেই মঞ্চে ভারতের তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতা দিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন। “আমার আমেরিকান ভাই ও বোনেরা”—এই সম্বোধন দিয়ে শুরু হওয়া বক্তৃতা আজও মানবসভ্যতার ইতিহাসে অনন্য।

স্বামীজি তাঁর ভাষণে হিন্দু ধর্মের উদার দৃষ্টিভঙ্গি, ভ্রাতৃত্ববোধ ও সহিষ্ণুতার কথা তুলে ধরেছিলেন। তিনি দেখিয়েছিলেন—সব ধর্মই একই সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়, আর বিশ্বশান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

শিকাগোর সেই বক্তৃতার পর ভারতবর্ষের নাম নতুনভাবে উচ্চারিত হতে শুরু করে বিশ্বমঞ্চে। পাশ্চাত্যে হিন্দু ধর্ম, বেদান্ত দর্শন ও যোগশিক্ষার প্রতি আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। স্বামী বিবেকানন্দ শুধু ভারতকেই নয়, সমগ্র বিশ্বকে মানবধর্মের শিক্ষা দিয়েছিলেন।

এক শতাব্দীরও বেশি পেরিয়ে গেলেও তাঁর সেই কালজয়ী বাণী আজও সমান প্রাসঙ্গিক। যখন জাতি, ধর্ম, বর্ণভেদে মানবসভ্যতা বিভাজিত, তখন স্বামীজির দর্শন আমাদের শেখায়—
“সহিষ্ণুতা নয়, গ্রহণযোগ্যতা—এই হোক মানবতার ভিত্তি।”

আজ ১১ই সেপ্টেম্বর, শিকাগো ধর্ম মহাসভার সেই স্মরণীয় দিনের বর্ষপূর্তিতে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি হিন্দু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে। তাঁর বাণী হোক আমাদের অনুপ্রেরণা, তাঁর আদর্শ হোক আমাদের পথপ্রদর্শক।

Loading