October 6, 2025

শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন

সোমালিয়া ওয়েব নিউজ : বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে প্রকাশ্যে এল নির্ঘণ্ট ঘোষণার সময়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ঠিক দুপুর ৩টে নাগাদ একটি সাংবাদিক বৈঠক করে ১৮তম সাধারণ নির্বাচনের সূচি প্রকাশ করা হবে। শুক্রবার এই খবর জানানো হয়েছে কমিশনের তরফে। জাতীয় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের দুটি পদ শূন্য ছিল। নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার পরই এবার ভোট ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচ বছর আগে ২০১৯ সালে লোকসভা ভোট ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। সেই তুলনায় এবার কদিন দেরিই হল। ফলে ভোট গ্রহণ প্রক্রিয়াও উনিশের তুলনায় কিছুটা পিছোবে বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ হয়েছিল ১১ এপ্রিল। শেষ দফার ভোটগ্রহণ হয়েছিল ১৯ মে। ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছিল ২৩ মে। ভোট ঘোষণা থেকে পরিষ্কার ১ মাস প্রচারের জন্য সময় দিলে এবার ১৬ এপ্রিল বা ১৭ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। অর্থাত্‍ ১ লা বৈশাখের পর দিনই প্রথম দফার ভোট হতে পারে। ভোট গণনা হতে পারে মে মাসের একেবারে শেষের দিকে। গত বার সাত দফায় লোকসভার ভোট হয়েছিল। এই সাত দফায় ভোট নেওয়া হয়েছিল বাংলাতেও। এবারও তার খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে করা হচ্ছে না। বাংলায় সর্বোচ্চ ৯২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হতে পারে। তা ছাড়া এবার ভোটে বাংলায় অনেক বেশি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন।

Loading