সোমালিয়া ওয়েব নিউজ : গরমের ছুটিতে বছর ১১-র ছেলেটা মামাবাড়িতে বেড়াতে এসেছিল। মামাই গিয়ে নিয়ে এসেছিলেন খুদেকে। কিন্তু হুগলির পাণ্ডুয়ার বিস্ফোরণে প্রাণ কাড়ল রাজ বিশ্বাসের। সেই কারণে হুগলির পাণ্ডুয়ায় বিস্ফোরণের ঘটনা এনআইএ (NIA) তদন্তের দাবি তুললেন এবার, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Hooghly BJP Candidate Locket Chatterjee)। মূলত পাণ্ডুয়ায় অভিষেকের সভার (Abhishek Banerjee’s Rally) দিনেই বোমা ফেটে মৃত্যু হয়েছে ১ কিশোরের। বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে ১ কিশোরের। বিস্ফোরণে গুরুতর জখম আরও ১ কিশোর। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার পর এদিন পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। জিটি রোধ অবরোধ করেন লকেট চট্টোপাধ্যায়। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, আমি ঢুকতে গেলাম, বলল ওদিকে যাবেন না।আরও বোম থাকতে পারে, তাহলে বোম স্কোয়াড কোথায় ? দু ঘণ্টা আগে থেকে বলছে যে বোম স্কোয়াড এসে গিয়েছে, কিন্তু বোম স্কোয়াড আসেনি। আদৌ বোম স্কোয়াড আসবে ? এদের কোনও বিশ্বাস নেই। এনআইএ তদন্ত হবে। কোথা থেকে এই বোমা এল, কোথায় বোম বাধা হচ্ছিল ? মুখ্যমন্ত্রী বলছেন, সব বাজেয়াপ্ত করা হচ্ছে। সন্দেশখালিতে অস্ত্রের ভাণ্ডার পাওয়া গেল, এদিকে বোমের ভাণ্ডার তৈরি হচ্ছে পাণ্ডুয়াতে । আশেপাশে বোম ছড়িয়ে আছে এখানে। তিনি জানান ওই স্থানের মন্দিরে দু দিন আগে এসেই পুজো দিয়ে গিয়েছেন।আমি ভাবতেই পারিনি যে এখানে এমন কাজ হয় ! এদিকে হুগলি লোকসভা কেন্দ্রে ভোট চলতি মাসের ২০ তারিখ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, ‘গত ১৪ মাসে বোমা বিস্ফোরণে এই নিয়ে ৯ জন কিশোর বা শিশু মারা গিয়েছে।কেউ বল ভেবে খেলতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে মারা গিয়েছে। শৌচাগারে গিয়ে মারা গিয়েছে। জঙ্গলে পা পড়ে বিস্ফোরণ হয়েছে, সেখানে মারা গিয়েছে। আমরা কোন রাজ্য বসবাস করছি ? বারুদের স্তূপের উপর পশ্চিমবঙ্গ। কারণ যে রাজনৈতিক দলটিকে দুভার্গ্যবশত তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, তাঁদের রাজনীতির ভিতটাই বোমা, হিংসা,সন্ত্রাস, দখলদারি। আজকে তাঁদের কারণে গোটা পশ্চিমবঙ্গে এই অবস্থা তৈরি হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি