সোমলিয়া ওয়েব নিউজ; রূপ থাকলে রূপচর্চার প্রয়োজন নেই। আর শিল্পী যখন স্বয়ং সৃষ্টিকর্তা তখন অতি তুচ্ছ বিষয় গুলো তুলির টানে হয়ে ওঠে প্রকৃতির ক্যানভাসে একের পর এক অনন্যসাধারণ চিত্রপট।ছত্রিশগড়ের বস্তার জঙ্গল যা দণ্ডকারণ্যের একটি অংশও বটে। রামায়ণে উল্লিখিত এই অরণ্যেই ভগবান শ্রীরাম গিয়েছিলেন বনবাসে আবার নিকট অতীতে বস্তার সংবাদ শিরোনামে এসেছে মাওবাদী উপদ্রুত এলাকা হিসাবে। নিকটবর্তী রেল স্টেশন জগদ্দলপুর পুর থেকে কমবেশি চল্লিশ কিলোমিটার অঞ্চলের মধ্যে শাল সেগুনের জঙ্গলে সুন্দরের পসরা নিয়ে হাতছানি দিচ্ছে কয়েকটা জলপ্রপাত।ধানক্ষেত, জঙ্গল এর পাশের খাল বিল দিয়ে বয়ে যাওয়া জল হঠাৎই পথভ্রষ্ট হয়ে পাথরের বুক ছিড়ে ঝরে পড়ছে। ঠিক যেন সুন্দরী যুবতীর মাথার সিঁথির দুপাশে অবিন্যস্ত কোঁকরানো কেশরাশি – তিরথগড় জলপ্রপাত। সে স্নিগ্ধ আর ততোটাই গভীর।পাশে এসে বসার অনুমতি দেয়।চঞ্চল চোখের হাসি আর কোমল হাতে ছেটানো জল মানব আর প্রকৃতির এক অদ্ভুত পরকীয়া।বড্ডো লাজুক, সহজে দেখা দেয়না বা নিজেকে নিজের মধ্যেই লুকিয়ে রাখে চিত্রধারা।কথায় বলে “the beauty that lies hidden,makes the soul tremble with awe.”গাছপালার মধ্যে দিয়ে সামান্য উঁকি দিয়ে ঝরে পরে চিত্রধারা।পাথুরে জমির ওপর বয়ে চলা কাকচক্ষুর মোতো স্বচ্ছ অগভীর বারিধারা ধীর বেগে তার পথ খুঁজে বয়ে চলেছে। অবিরাম বয়ে চলার ফলে নিচের পাথর গুলো মসৃন, চকচকে। পথ শেষ করে একশো ফুট গভীর খাতে ঝরে পড়েছে তামরাঘুমড় জলপ্রপাত।অবিরাম পরিশ্রমে খাতের পাথর কেটে গভীর কে আরো গভীর করেছে।স্থানীয় অর্থে ঘুমড় হলো ঝর্ণা।তামরাঘুমড় থেকে অল্প দূরে মেন্দ্রিঘুমড়।আর এই চিত্রপটের যার অপেক্ষা সর্বাধিক,সে – তীব্র, গম্ভীর,মেঘের মোতো তার গর্জন, বিশাল তার ব্যাপ্তি।গোদাবরীর প্রধান উপনদী ইন্দ্রাবতী তিনশো মিটার বিস্তৃতি নিয়ে গর্জন করে প্রায় ৯৫ ফুট খাতে পথ হারিয়ে তৈরী করেছে চিত্রকূট জলপ্রপাত। আকারে অশ্ব ক্ষুরাকৃতি।পাথরে ধাক্কা খাওয়া জল ভেঙে তৈরী করছে জলকনা যা মেঘের মোতো কুন্ডলি বেঁধে উড়ে চলেছে আকাশের দিকে। সবুজ প্রকৃতির বুকচিরে বয়ে চলা লাল ঝর্ণা, তার গম্ভীর ডাক, ধোঁয়াশা মিলে একটুকরো স্বর্গকে নামিয়ে এনেছে মর্তলোকে।এই রূপ আর তার গভীরতা বাচাল না করে, সুন্দরের প্রতি শ্রদ্ধার জন্ম দেয়। ছুঁয়ে দেখার নিরাপদ দূরত্ব রেখে সুন্দরের স্বাদ আস্বাদন,আর বারিকণার ছিটেয় নিজেকে ভিজিয়েই মনের রসনা তৃপ্তিতেই প্রেমিকার স্পর্শ অনুভব। চিত্রকূট বর্ষা ঋতুতে কিশোরী থেকে সদ্যধৃষ্টতায় লাগাম দিয়ে হয়ে ওঠা যুবতী।
More Stories
সুন্দরবনে পাখির সংখ্যা ৩১ হাজার ৮২৭, বনদপ্তরের সমীক্ষা প্রতিবেদন প্রকাশ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা হাতি ও দুই শাবকের
উস্রি নদীর ঝর্ণায় ভরা বর্ষার ভয়ানক রূপে মোহিত পর্যটকরা