October 5, 2025

বিশ্ব তামাকমুক্ত দিবস।

সোমালিয়া ওয়েব নিউজ; আজ বিশ্ব তামাক মুক্ত দিবস, ৩১শে মে বিশ্বজুড়ে আজকের এই দিনটি তামাক মুক্ত দিন হিসাবে পালন করা হয়। এই দিনটির প্রতীক হলো এসট্রে বা ছাইদানিতে একটি তাজা ফুল রাখা। তামাকজাত দ্রব্য শরীরের কতটা ক্ষতি করে কম বেশি তার সকলেই জানে কিন্তু জেনেশুনেও তামাকের নেশা ছাড়তে পারছে না অনেকেই। অনেক চিকিৎসকই এই নেশাতে আক্রান্ত। যে ধূমপান করে তার তো ক্ষতি হয়ই ,এর সাথে পরোক্ষ ভাবে পাশাপাশি মানুষদেরও ক্ষতি হয়। রাস্তাঘাটে দোকানে দেদার বিক্রি হচ্ছে তামাকজাত দ্রব্য বিড়ি, গুটকা মসলা ইত্যাদি। সরকারের পক্ষ থেকে কঠোর নিয়ম না করলে এই নেশা ছাড়ানো যাবে না নাগরিকদের। মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধুমপান, তামাকজাত দ্রব্য শরীরে গ্রহণ করলে ধীরে ধীরে যৌন ক্ষমতা কমে যায়, ইন ফাটিলিটি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। ফুসফুসের কার্যক্ষমতা কমে আসে শরীরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। বাচ্চা বাচ্চা ছেলেরা সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে আজ তারাও এই নেশাতে আক্রান্ত। বিভিন্ন দোকান তামাক বিক্রি বেড়েই চলেছে। ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চললেও সরকার কোনো উদ্যোগ নেই তামাক চাষ বন্ধ করার।

Loading