সোমালিয়া ওয়েব নিউজ; ১১ ই অগাস্ট,১৯০৮ সাল ফাঁসির দড়িতে ঝোলার আগে আঠারো বছরের মেদিনীপুর এর ছেলেটা শেষ ইচ্ছা জানিয়েছিল “আমি ভালো বম্ব বাধঁতে জানি, ব্রিটিশ সরকারের অনুমতি পেলে বাকি ভারতীয় যুবক দের তা শিখিয়ে যেতে চাই।”
উত্তর কলকাতার মুরারিপুকুর, বাবা কৃষ্ণধন ঘোষ চেয়েছিলেন তাঁর ছেলেরা বিলেতে পড়াশোনা করে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পাশ করুক।কৃষ্ণধন ঘোষ এর তৃতীয় সন্তান ঋষি অরবিন্দ ঘোষ পাশ করে দেশে ফিরলেন কিন্তু সিভিল সার্ভেন্ট আর হওয়া হোলোনা।১৯০৫ সাল লর্ড কার্জন পরিকল্পনা করছেন বাংলা কে ভাগ করার। ঋষি অরবিন্দ,ভাই বিপ্লবী বারীন ঘোষ,হেমেন্দ্র চন্দ্র কানুঙ্গ যুক্ত হয়ে গেলেন সসস্ত্র স্বাধীনতা আন্দোলনে। যোগ দিলেন অনুশীলন সমিতিতে। উত্তর কলকাতার মুরারিপুকুরে ঘোষ দের বাগান বাড়ির পিছনে চলতো বোমা বাঁধার কাজ আর সবার চোখে ধুলো দিতে নাম সংকীর্তন, ভজনের আসর বসানো হোতো। মুরারিপুকুরে বাঁধা প্রথম বোমা মারা হোলো ব্রিটিশ গভর্নর এন্ড্রুও ফ্রেসার এর salon ট্রেন এর ওপর। দুর্ভাগ্য উনি বেঁচে যান।
এর পরবর্তী আরো কিছু অসফল প্রচেষ্টার পর পরিকল্পনা হয় ডগলাস কিংসফোর্ড হত্যার।
১৯০৮ এর মে মাস তারুণ্য আর দেশপ্রেমে উদ্বুদ্ধ দুই যুবক শহীদ ক্ষুদিরাম বোস ও বিপ্লবী প্রফুল্ল চাকীর ওপর দ্বায়িত্ব আসে কিংসফোর্ড হত্যার। অবিভক্ত বাংলা অধুনা বিহারের মুজাফ্ফরপুর এ ব্রিটিশ সাহেবের গাড়িতে বম্ব মারেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। দুর্ভাগ্য বসত বেঁচে যায় কিংসফোর্ড কিন্তু ওই আক্রমণে মারা যায় মিসেস কেনেডি ও তার মেয়ে।
প্রফুল্ল চাকি ধরা পড়েন, প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সফল না হওয়ায় আত্মহত্যা করেন।
আর ক্ষুদিরাম বোস, যখন তাকে আদালত এ পেশ করা হয় বিচারের জন্য, হাসি মুখে দীপ্ত কণ্ঠে কোর্ট রুমে চিৎকার করেন বন্দেমাতরম ধ্বনি দিয়ে।
লোকমান্য তিলক ক্ষুদিরাম কে নিয়ে তাঁর ‘কেশরী’ পত্রিকায় লিখেছেন “The rulers who always exercise unrestrained power must remember that there is always a limit to the patience of humanity”. And so, violence, however deplorable, became inevitable”.
মুরারিপুকুর বাগান বাড়ি সংলগ্ন মাঠ আজও লোকমুখে পরিচিত হয়ে আছে বোমার মাঠ নামে। জনশ্রুতি হয়ে থেকে গেছে সেই মহান বিপ্লবী দের কর্মকান্ড।
ক্ষুদিরাম আঠারোর সাহস, উদ্দীপনা, নিষ্ঠা। জন্মভূমির জন্য হাসিমুখে আত্মত্যাগের উদাহরণ।ক্ষুদিরাম একটা স্পর্ধা।
‘ক্ষুদিরাম বার খেয়ে হওয়া যায়না।’
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর