সোমালিয়া ওয়েব নিউজ : খুব শীঘ্রই বড়সড় রদবদল হতে চলেছে দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির সংগঠনে। একেবারেই বদলে যেতে পারে খোলনলচে। মাথা থেকে পা পর্যন্ত একঝাঁক নতুন নেতা-নেত্রী সামনের সারিতে চলে আসতে পারেন বলে দুই রাজনৈতিক দল সূত্রেরই খবর। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন দুই রাজনৈতিক দলের সংগঠন যে বদলাচ্ছে তা এক প্রকার প্রায় নিশ্চিত। তৃণমুল সূত্রের খবর, তৃণমূল প্রার্থী মিতালি বাগ জয়ী হলে তাঁর প্রচারের দায়িত্বে থাকা নেতা-নেত্রীদের বেশিরভাগকেই পুরস্কৃত করা হতে পারে। সেক্ষেত্রে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় থেকে শুরু করে জেলা চেয়ারম্যান স্বপন নন্দী এবং অনেক ব্লক সভাপতির প্রমোশন হতে পারে। এমনকি এক্ষেত্রে আরও বড় দায়িত্ব পেতে পারেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না এবং সাংসদ কল্যাণ ব্যানার্জি। এক্ষেত্রে আগামী দিনে আরামবাগের রাজনীতিতে নতুন করে ফিরে আসা অনেকটাই কঠিন হয়ে যেতে পারে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের। আর যদি মিতালি বাগ জয়ী হতে না পারেন সেক্ষেত্রে এই সমস্ত নেতাদের অনেককেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সময়ের অপেক্ষা। তাঁদের জায়গায় নিয়ে আসা হতে পারে অনেক নতুন মুখ। সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে সংগঠনকে সাজানো হবে বলে জানা গেছে। তখন নতুন করে আবার সামনের সারিতে চলে আসতে পারেন বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। তাঁকে সংগঠনের কাজে লাগানো হতে পারে।
অন্যদিকে বিজেপির উচ্চনেতৃত্বের একাংশের সূত্রে জানা গেছে, আরামবাগে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার জয়ী হলেই রাজ্য সংগঠনে বড়সড় পদে চলে আসতে পারেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। তাঁকে সারা রাজ্যের একটা বড় দায়িত্বে আনা হতে পারে। নয়তো একসঙ্গে কয়েকটি জেলার দায়িত্বে কাজে লাগানো হতে পারে। এছাড়াও যে সমস্ত বিধায়কের এলাকায় দলীয় প্রার্থী ভাল লিড পাবেন তাঁদেরকেও রাজ্যস্তরের দায়িত্বে আনা হতে পারে। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে তাঁদের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন মন্ডল সভাপতি ও অন্যান্য পদাধিকারীদেরকেও সংগঠনের উচ্চ দায়িত্বে নিয়ে আসা হতে পারে। অর্থাৎ দুই রাজনৈতিক দলের সংগঠনেই বড়সড় রদবদল হতে চলেছে। কিন্তু সেই রদবদলের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে দলীয় প্রার্থীর জয় পরাজয়ের উপর।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি