সোমালিয়া সংবাদ, আরামবাগ: পাঁচিল টপকে স্ট্রংরুমে ঢুকে ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী। স্বপনবাবু জানান, মঙ্গলবার সন্ধেয় কালো গেঞ্জি ও হাফ প্যান্ট পরে দুই যুবক আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় স্ট্রংরুমের পিছনের দিকের পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে। এলাকার মানুষ ও প্যান্ডেলের সঙ্গে যুক্ত কর্মীরা তা দেখে ফেলেন। এই নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতৃত্বকে বিষয়টা জানান। এরপর তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। তড়িঘড়ি তাঁরা স্ট্রং রুমের ইনচার্জকে বিষয়টি জানান। স্বপনবাবুর দাবি, তাঁরাও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্বপনবাবুর আরও দাবি, ওই দুই যুবক গুজরাটি ভাষায় কথা বলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে আরামবাগ মহকুমা শাসক সুবাশিনী ই. কে জানান। পরে তিনি ঘটনার বর্ণনা দিয়ে লিখিতভাবেও তাঁর কাছে অভিযোগ দায়ের করেন। স্বপনবাবু বলেন, ইভিএম মেশিনে কারচুপি করার জন্য বিজেপি ওই দুই গুজরাটি যুবককে নিয়ে এসেছিল বলে আমাদের সন্দেহ। আমরা বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। যদিও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ স্বপনবাবুর এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন, বর্তমানে রাজ্যে স্বপনবাবুর তৃণমূলই ক্ষমতায় রয়েছে। তাই তাঁর এই দাবি করার আগে তাঁদের লজ্জা পাওয়া উচিত ছিল। আসলে ওরা হেরে যাবে বুঝতে পেরে আগে থেকেই নাটক শুরু করেছেন। অন্যদিকে আরামবাগ মহকুমা শাসক সুবাশিনী ই. জানান, বিষয়টি জেলা শাসক এবং পুলিশকে জানানো হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি