সোমালিয়া সংবাদ, আরামবাগ: ছেলের একুশতম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ বাবার। ছেলের জন্মদিনে পথচলতি মানুষদের হাতে প্রায় ৫০০ চারাগাছ তুলে দিলেন বাবা দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিসবাবু খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যিনি এলাকার মানুষের কাছে ‘বহুরূপী গোলাপসুন্দরী’ প্রধান শিক্ষক নামে পরিচিত। কারণ গোলাপসুন্দরী নাম নিয়ে বহুরূপী সেজে গালে-কপালে রং, হাতে বালা, পায়ে নূপুর পরে, থালা বাজিয়ে নেচে নেচে ছড়া কেটে তিনি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। কখনও করোনা মহামারীর কখনও ডেঙ্গু প্রতিরোধে তিনি গ্রামে গ্রামে রাস্তাঘাটে ঘুরে সাধারণ মানুষকে সতর্ক করেন। এমনকি তিনি সচেতনতার বার্তা নিয়ে দিল্লি থেকে দার্জিলিং, দিঘা সহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন।শ।এবার বাদ দিলেন না নিজের ছেলের জন্মদিনও। সাধারণ মানুষকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বোঝাতে ছেলে দীপ্তমকে সঙ্গে নিয়ে এদিন আরামবাগের মায়াপুরে প্রায় ৩০০ আম গাছ ও ২০০ সোনাঝুরি গাছের চারা সাধারণ মানুষকে উপহার দিলেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষজন। এদিন কাজে বেরিয়ে আম গাছের চারা পাওয়ার পর গোঘাটের ভাদুরের বাসিন্দা অমিত সাঁতরা বলেন, বর্তমানে পৃথিবী যেভাবে উষ্ণ হয়ে উঠছে তাতে বৃক্ষরোপনের সত্যিই প্রয়োজন। আর উনি তাঁর ছেলের জন্মদিনে সেই বার্তা দিয়ে আমাদেরকে চারা গাছ উপহার দিলেন। খুবই ভাল লাগছে অন্যদিকে দেবাশিসবাবু নিজে বলেন, মানুষ যাতে গাছ লাগানোর ব্যাপারে আরও বেশি সচেতন হন তাই ছেলের জন্মদিনে চারা গাছ উপহার দিলাম। অন্যদিকে ছেলে দীপ্তম বলে, বাবা আমার জন্মদিনটি এত সুন্দরভাবে পালন করার জন্য খুব ভাল লাগছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি