সোমালিয়া সংবাদ, গোঘাট: সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৫০টি পরিবার। শুক্রবার সন্ধেয় গোঘাটের পশ্চিমপাড়ায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে গোঘাট-২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগার। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফরিদ খানসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। পাশাপাশি এদিন মিতালি বাগ দলের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে সাংসদ মিতালি বাগ বলেন, ওইসব সিপিআইএম কর্মীদের সুমতি হয়েছে দেখে ভাল লাগছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলের জন্য এত বেশি প্রকল্পের ব্যবস্থা করেছেন তারপরে তৃণমূল ছাড়া অন্য দলে থাকার কোন মানেই হয় না। পাশাপাশি মিতালিদেবী বলেন, প্রচারের সময় মানুষের যে উচ্ছ্বাস দেখেছিলাম তাতে দলের এই জয় অত্যন্ত স্বাভাবিক ঘটনা ছাড়া কিছু নয়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি