October 5, 2025

বাবা-মায়ের অশান্তি, আত্মহত্যা মেধাবী ছাত্রীর

সোমালিয়া সংবাদ, আরামবাগ:এক মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগ শহরের রামকৃষ্ণ পল্লীতে। জানা গেছে, ওই ছাত্রীর নাম শুভেচ্ছা দত্ত (১৬)। সে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে বায়োসায়েন্স নিয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছিল। বাবা পেশায় গৃহশিক্ষক, মা স্থানীয় একটি শেয়ার মার্কেটের অফিসে কাজ করেন। প্রাথমিক অনুমান, বাবা-মায়ের মধ্যে অশান্তির জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। যদিও তার মায়ের দাবি, তাঁর স্বামী তাঁদের মা-মেয়ের উপর মানসিক অত্যাচার চালাতেন। আর তা সহ্য করতে না পেরেই মেয়ে চরম সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার রাতে আরামবাগের ভাড়াবাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। যদিও বাবার দাবি, তিনি স্ত্রী ও মেয়েকে খুবই ভালবাসতেন। কিন্তু দু-আড়াই বছর আগে তাঁর স্ত্রী তাঁকে আরামবাগের ভাড়া বাড়ি থেকে বের করে দেন। তাই তারপর থেকেই তিনি আরামবাগের রামনগরে গ্রামের বাড়িতেই থাকতেন। তাঁর আরও দাবি, মেয়ের মৃত্যুর আসল কারণ তদন্ত করে দেখা হোক।

Loading